শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

সবচেয়ে তীক্ষ্ম বুদ্ধির অধিকারী যে ২ রক্তের গ্রুপের মানুষ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ০১:২২ পিএম

শেয়ার করুন:

সবচেয়ে তীক্ষ্ম বুদ্ধির অধিকারী যে ২ রক্তের গ্রুপের মানুষ

ব্যক্তিভেদে রক্তের গ্রুপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানুষের ব্যক্তিত্ব কি এর মাধ্যমে জানা যায়? জাপানের বিজ্ঞানীদের মতে, রক্তের গ্রুপের ওপর নাকি মানুষের আচরণ, ব্যক্তিত্ব অনেকাংশে নির্ভর করে। রক্তের গ্রুপ মানুষের শরীরে অঙ্গগুলোকে প্রভাবিত করে। এর প্রভাব পড়ে মস্তিষ্কেও। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ব্লাড গ্রুপের ওপর করা এক গবেষণায় যায় গেছে বুদ্ধিমান কারা। 

দুটি রক্তের গ্রুপ রয়েছে যার অধিকারীরা খুব বুদ্ধিমান হয়। যারা খুব দ্রুত যেকোনো বিষয় বুঝতে পারেন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কোন রক্তের গ্রুপের মানুষ সবচেয়ে তীক্ষ্ম বুদ্ধির অধিকারী? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


b+সবচেয়ে দ্রুততম মস্তিষ্কের অধিকারী বি পজিটিভ (B+ve) রক্তের গ্রুপের মানুষরা। এদের চিন্তাশক্তি অন্যদের তুলনায় বেশি ভালো হয়। প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন হয়ে থাকেন বি পজিটিভ রক্তের ধারকরা। এই গ্রুপের ব্যক্তিদের মস্তিষ্ক সক্রিয় থাকে। 

o+বুদ্ধির তালিকায় ও পজিটিভ (O+ve) রক্তের বাহকরাও রয়েছে। এদের মস্তিষ্কও খুব তীক্ষ্ম হয়ে থাকে। এই রক্তের গ্রুপের মানুষের রক্ত সঞ্চালয় অন্যদের তুলনায় ভালো হয়। এমন মানুষদের মস্তিষ্কে সেরিব্রাম বেশি সক্রিয় থাকে। 

আপনি কি এই দুটি রক্তের গ্রুপের কোনটির ধারক? তবে নিঃসন্দেহে একজন বুদ্ধিমান ব্যক্তি আপনি। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর