বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

পদ্মার ইলিশ পোলাও 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১১:৩০ এএম

শেয়ার করুন:

পদ্মার ইলিশ পোলাও 

পদ্মার কথা বললেই যে কটি বিষয় মাথায় আসে তার মধ্যে অন্যতম ইলিশ। পদ্মার ইলিশের সুনাম জগত জুড়ে। পদ্মার পাড়ে ঘুরতে গেলেই সবাই ইলিশ মাছ ভাজা খেয়ে থাকেন। তাজা ইলিশ কিনেও আনেন। সুঘ্রাণে ভরপুর পদ্মার ইলিশ দিয়ে নানা পদ তৈরি করা যায়। আজ চলুন মজাদার ইলিশ পোলাওয়ের রেসিপি জেনে নিই। 

উপকরণ


বিজ্ঞাপন


পোলাওর চাল- ৫০০ গ্রাম
ইলিশ মাছ- ১২ টুকরো
আদা বাটা- ১ চা চামচ

ilish polao
রসুন বাটা- ১/২ চা চামচ
টক দই- ১ কাপ
লবণ- স্বাদমতো
দারুচিনি- ২ টুকরা
এলাচ- ৪টি
পেঁয়াজ বাটা- ৩/৪ কাপ
পেঁয়াজ স্লাইস- আধা কাপ
পানি- ৪ কাপ

ilish polao
কাঁচামরিচ- ১০টি
চিনি- ১ চা চামচ
তেল- আধা কাপ।

প্রণালি 


বিজ্ঞাপন


আঁশ ছাড়িয়ে মাছের মাঝের অংশের টুকরোগুলো নিন। এতে আদা, রসুন, লবণ ও দই মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। 

একটি পাত্রে তেল গরম করে দারুচিনি, এলাচ দিন। কিছুক্ষণ নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান। ভালো করে কষানো হলে মাছের টুকরোগুলো দিয়ে অল্প আঁচে ২০ মিনিট রান্না করুন। মাঝামাঝি সময় ঢাকনা খুলে চিনি আর কাঁচামরিচ দিয়ে মাছ উল্টে দিন। 

ilish polaoপানি শুকিয়ে তেল ওপর উঠলে নামিয়ে নিন। মসলা থেকে মাছের টুকরোগুলো তুলে রাখুন। 

অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ দিন। সোনালি করে ভেজে বেরেস্তা করুন। বেরেস্তা তুলে চাল দিয়ে নাড়ুন। মাছের মসলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢাকুন।

পানি কমে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। এরপর চুলা থেকে নামান। অর্ধেক পোলাও তুলে ইলিশের টুকরোগুলো বিছিয়ে দিন। ওপরে পোলাও ছড়িয়ে ১০ মিনিট দমে রাখুন। 

পরিবেশন পাত্রে ইলিশ পোলাও নিয়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশ পোলাও। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর