শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আপনার কেনা বেনারসি শাড়িটি আসল না নকল বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

আপনার কেনা বেনারসি শাড়িটি আসল না নকল বুঝবেন যেভাবে

শাড়ির জগতে বেনারসির কদর সবসময়ই বেশি। বিশ্বজুড়ে বিখ্যাত এই শাড়ি। একসময় তো বেনারসি ছাড়া বিয়ের কথা কল্পনাই করা যেত না। বাজার থেকে টাকা খরচ করে শাড়ি তো কিনবেন। কিন্তু সেই শাড়ি আসল না নকল বুঝবেন কী করে? 

আসল বেনারসি চেনার কিছু উপায় আছে। সহজ কিছু কৌশল কাজে লাগিয়ে চিনতে পারবেন আসল না নকল বেনারসি। চলুন বিস্তারিত জেনে নিই- 


বিজ্ঞাপন


benaroshi1

প্রথম ধাপ: আগুন পরীক্ষা 

আগুনের পরীক্ষার মাধ্যমে বেনারসি শাড়ি পরীক্ষা করতে পারেন। এজন্য শাড়ির শেষ প্রান্তের একটি ছোট অংশ কেটে আগুনের কাছাকাছি নিয়ে যান। এক্ষেত্রে, কাপড়ের টুকরোটি কেবল ততক্ষণ জ্বলবে যতক্ষণ এটি আগুনের কাছাকাছি থাকবে।

আরও পড়ুন- 
 
 
 

দ্বিতীয় ধাপ: ছাই পরীক্ষা

কাপড়ের পোড়া ছাই দুই আঙুলের মধ্যে ঘষুন। যদি একদম মিহি লাগে তাহলে বুঝবেন শাড়ি আসল বেনারসি। নকল শাড়ির ক্ষেত্রে হালকা খসখসে অনুভূতি হতে পারে।

benaroshi2 

তৃতীয় ধাপ: গন্ধ পরীক্ষা 

বেনারসি শাড়ির সুতো বা কাপড় পোড়ানোর পর যদি পোড়া চুলের ঘ্রাণ পান তাহলে বুঝবেন এই শাড়ি আসল। নকল শাড়ির পোড়া গন্ধ অন্য রকম হবে। 

যদি বেনারসি শাড়ি এই তিনটি ধাপ অতিক্রম করে তাহলে বুঝবেন আপনার কেনা শাড়িটি আসল। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর