ন্যাপথলিন চেনেন নিশ্চয়ই। তীব্র গন্ধযুক্ত সাদা ছোট ছোট বলগুলোকে সাধারণত কাপড় বা বইয়ের ভাঁজে রাখা হয়। পিঁপড়া, তেলাপোকা, ছারপোকার মতো পোকার থেকে মুক্তি মেলায় এটি। অনেকেই মনে করেন ঘরে ন্যাপথলিন রাখলে ইঁদুর দূর হয়? ইঁদুর তাড়াতে আসলেই কি উপাদানটি কার্যকরী ভূমিকা রাখে? নাকি পুরো ব্যাপারটিই মিথ?
ন্যাপথলিন কী?
ন্যাপথলিন বলতে মূলত বাজারে প্রাপ্য মথবলকে বোঝানো হয়। এই বলগুলো ন্যাপথলিন (প্রধান উপাদান) এবং প্যারা-ডাইক্লোরোবেঞ্জিন দিয়ে তৈরি। মথবল তীব্র গন্ধযুক্ত সাদা কঠিন পদার্থ হয়ে থাকে। এগুলোকে খোলা স্থানে রাখার পর ধীরে ধীরে কঠিন থেকে গ্যাসে পরিণত হয় এবং একপ্রকার ধোয়া সেস্থানে ছড়িয়ে পড়ে। এই গ্যাস মথ, মথের লার্ভা ও বিভিন্ন পোকামাকড়ের জন্য বিষাক্ত। অর্থাৎ কোথাও ন্যাপথলিনের বল রাখা হলে সেগুলো পোকামাকড়কে মেরে ফেলে বা এর গন্ধে উক্ত স্থান থেকে পোকা পালায়।

ন্যাপথলিনের গন্ধে কি ইঁদুর পালায়?
সহজভাবে বলতে গেলে এই প্রশ্নের উত্তর হবে— না। এটি একটি প্রচলিত মিথ। ন্যাপথলিনের গন্ধে ইঁদুর পালায় না। এটি যখন প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে তখন এটি রক্তকোষগুলোর অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয়। তাই মনে করা হয়, ইঁদুর তাড়াতে এটি কার্যকরী ভূমিকা রাখে। বলা হয়, ইঁদুরের নাকের কাছে ন্যাপথলিন রাখলে এর থেকে মুক্তি মিলবে। কিন্তু আদতে এমন কিছু হয় না।
বিজ্ঞাপন
আরও পড়ুন-
মথবলে যে পরিমাণ ন্যাপথলিন থাকে তা মথ ও অন্যান্য পোকামাকড় প্রতিরোধের জন্য উপযুক্ত কিন্তু ইঁদুরের জন্য নয়। একজন মানুষকে তাড়ানোর জন্য যতটা ন্যাপথলিন প্রয়োজন হয়, ইঁদুরের জন্যও ঠিক ততটাই প্রয়োজন। আর এজন্য অনেকসময় দেখা যায় ন্যাপথলিনের ওপর দিয়েই ইঁদুর হাঁটাচলা চলছে। তবে হ্যাঁ, ন্যাপথলিনের গন্ধ যদি ইঁদুরের জন্য বিরক্তিকর হয় তাহলে তারা সেখান থেকে অল্প দূরে চলে যায়।

মার্কিন স্বাস্থ্য ও হিউম্যান সার্ভিসেস বিভাগের মতে, ন্যাপথলিনের গ্যাস লাল রক্তকণিকার ক্ষতি করতে বা ধ্বংস করতে পারে এবং এটি ক্যানসারের কারণ হতে পারে। তাই ইঁদুর তাড়াতে ঘরে মাত্রাতিরিক্ত ন্যাপথলিন রাখবেন না। উল্টো নিজের ক্ষতি হবে।
এনএম

