রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উইপোকার যন্ত্রণা থেকে শখের বই বাঁচানোর উপায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

উইপোকার যন্ত্রণা থেকে শখের বই বাঁচানোর উপায় 

সময়ের সঙ্গে বদল এসেছে মানুষের অভ্যাসে। একটা সময় বইয়ে বুঁদ হয়ে থাকলেও এখন অনেকে নিয়মিত পড়েন ই-বুক। তবুও যারা বইপ্রেমী তারা কাগজ না উল্টিয়ে স্বস্তি পান না। অবসর সময়ে বইয়ের পাতা খুলে পড়ার আনন্দই অন্যরকম। 

বই যারা ভালোবাসেন তাদের বাড়িতে সারি সারি বই সাজানো থাকে। তবে বই ভালোবাসা আর তার যত্ন নেওয়া কিন্তু এক নয়। পড়তে ভালোবাসলেও অনেকেই সঠিকভাবে বইয়ের যত্ন নেন না। ফলে শখের বই চলে যায় উইপোকার দখলে। 


বিজ্ঞাপন


books2

কীভাবে যত্ন নিলে দীর্ঘদিন বই ভালো থাকবে চলুন জেনে নিই সেই উপায়- 

রোদে রাখুন 


বিজ্ঞাপন


অনেক বাড়িতেই ড্যাম্পের সমস্যা থাকে। এই সমস্যা থেকে বইগুলোকে বাঁচাতে মাঝেমধ্যেই সেগুলোকে রোদে দেওয়া জরুরি। বারান্দায় হোক বা ছাদে, মাদুর বিছিয়ে মাঝেমধ্যেই বইগুলো রোদে রাখুন। এতে বইয়ে ঘুণ বা পোকার আক্রমণ হওয়ার আশঙ্কাও কমে। সরাসরি দেওয়ালের সঙ্গে বই ঠেকিয়ে না রাখাই ভালো। 

neem

নিমপাতা বা শুকনো মরিচ 

পোকামাকড় থেকে বই বাঁচাতে বইয়ের পাতার ভাঁজে ভাঁজে নিমপাতা কিংবা শুকনো মরিচ রাখতে পারেন। এতে বইয়ে পোকা ধরার ঝুঁকি অনেকটাই কমে। 

কর্পূর

বুকসেলফে একটি কাগজে মুড়ে এক টুকরো কর্পূর আর কয়েকটি গোটা গোলমরিচ রাখতে পারেন। এতে বইয়ে উইপোকা ধরবে না। 

books1

ন্যাপথলিন 

কেবল পোশাক নয়, বইয়ের যত্নেও ন্যাপথলিন ব্যবহার করুন। বুকসেলফের এখানে সেখানে কয়েকটি ন্যাপথলিন ছড়িয়ে দিন। এর তীব্র গন্ধে পোকামাকড় দূরে পালাবে। বইয়ের আলমারিতে অনেকসময় স্যাঁতসেঁতে গন্ধ হয়। ন্যাপথলিন রাখলে এই গন্ধও কেটে যাবে।

মলাট

অনেকে বইয়ের মোটা মলাট পছন্দ করেন না। জায়গা বাঁচাতে এগুলো ফেলে দেন। কিন্তু এই মলাটই বইকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে। 

bokmark

বুকমার্ক 

বইয়ের যে পাতাটি পড়ছিলেন সেই পাতায় ফিরে যেতে, পাতা মুড়ে রাখবেন না। এতে কাগজ দুর্বল হয়ে পড়ে এবং দ্রুত ছিঁড়ে যায়। এর পরিবর্তে বুকমার্ক ব্যবহার করুন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর