সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এসব লক্ষণে বুঝবেন রাতে আপনার ভালো ঘুম হয়েছে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১০:০৭ এএম

শেয়ার করুন:

ঘুম

রাতে ঘুম ভালো হওয়া শুধুমাত্র সকালে চোখ মেলাই নয়, বরং সারা দিনের শারীরিক ও মানসিক কার্যক্ষমতায় তার প্রভাব পড়ে। অনেকে ভাবেন, ৭-৮ ঘণ্টা ঘুমালেই ঘুম সম্পূর্ণ হয়। কিন্তু আসলে ঘুমের মানও সমান গুরুত্বপূর্ণ। নিচের লক্ষণগুলো থাকলে বুঝবেন, রাতে আপনার ঘুম হয়েছে সত্যিই ভালো।

সকালে সতেজভাবে ঘুম ভাঙে

ঘুম থেকে উঠে যদি মাথা ভার লাগা বা ক্লান্তি না থাকে, বুঝবেন আপনার ঘুম ছিল পর্যাপ্ত ও গভীর।

সারাদিন মনোযোগ ধরে রাখতে পারেন

ভালো ঘুম মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। কাজ বা পড়াশোনায় মন বসছে সহজে? এটাই ভালো ঘুমের প্রমাণ।

ঘুম


বিজ্ঞাপন


মুড থাকে ইতিবাচক

সারাদিন ঝামেলা হলেও আপনি যদি তুলনামূলকভাবে শান্ত ও সংযত থাকেন, বুঝবেন ঘুম আপনার মানসিক ভারসাম্য ঠিক রেখেছে।

হজম ভালো থাকে

ঘুম ভালো না হলে হজমের সমস্যা হতে পারে। পেটে গ্যাস বা অস্বস্তি না থাকলে ধরে নেওয়া যায় শরীর তার রুটিন ঠিকঠাক পালন করেছে।

চেহারায় ক্লান্তির ছাপ নেই

চোখের নিচে কালি নেই, ত্বক উজ্জ্বল—এগুলো ভালো ঘুমের বাহ্যিক লক্ষণ।

ঘুম২

বারবার হাই ওঠে না

সারাদিনে যদি ঘন ঘন হাই না ওঠে বা তন্দ্রা না আসে, বুঝতে পারবেন শরীর পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে।

ভালো ঘুম মানে শুধু দীর্ঘ সময় নয়, বরং গাঢ়, নিরবিচারে ও মানসম্মত ঘুম। আপনি যদি উপরের লক্ষণগুলো অনুভব করেন, তবে নিশ্চিন্তে বলা যায়—রাতে আপনার ঘুম হয়েছে সত্যিই উপকারী।

আরও পড়ুন: ইগো কী, ইগো থাকা ভালো না খারাপ?

ঘুমের গুণমান বজায় রাখতে নিয়মিত ঘুমের সময় ঠিক রাখা, ঘুমানোর আগে মোবাইল এড়িয়ে চলা এবং ক্যাফেইন গ্রহণ কমানো জরুরি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর