সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাংস খেয়ে অ্যাসিডিটি, কমাতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১১:৪১ এএম

শেয়ার করুন:

মাংস খেয়ে অ্যাসিডিটি, কমাতে করণীয়

কোরবানির সময় বেড়ে যায় মাংস খাওয়ার প্রবণতা। অতিরিক্ত মাংস খাওয়ার কারণে দেখা দেয় হজমজনিত সমস্যা, বমি ভাব, অ্যাসিডিটির মতো সমস্যা। অতিরিক্ত মাংস খেলে তা হজম করতে শরীরের ওপর বাড়তি চাপ পড়ে। 

কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায় কাজে লাগিয়ে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অতিরিক্ত মাংস খেয়ে অ্যাসিডিটি হলে কী খাবেন জেনে নিন- 


বিজ্ঞাপন


watermelon1

শসা ও তরমুজ: 

শসা ও তরমুজ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পাকস্থলীর অতিরিক্ত গ্যাস কমায়। মাংস খেয়ে অ্যাসিডিটি হলে শসা কেটে লবণ ছাড়া খেতে পারেন। এছাড়া তরমুজের জুস খেলেও উপকার পাবেন। 

তুলসি পাতা: 

তুলসি পাতা হজমে সহায়ক এবং অ্যাসিড রিফ্লাক্স কমাতে খুবই কার্যকর। অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে ২-৩টি তুলসি পাতা চিবিয়ে খান। চাইলে তুলসির চা বানিয়েও খেতে পারেন। 

lemon-water

লেবু পানি: 

অ্যাসিডিটি কমাতে সাহায্য করে লেবুর রস। যদিও এটি দেখতে অ্যাসিডিক তবে পাকস্থলীতে এটি আলকালী তৈরি করে। গরম পানিতে ১ চামচ লেবুর রস মিশিয়ে খালি পেটে সকালে পান করুন।

আরও পড়ুন- 

কলা: 

অ্যাসিডিটি কমাতে পাকা কলা খেতে পারেন। এটি একটি প্রাকৃতিক অ্যান্টাসিড। কলা পাকস্থলীর গ্যাস কমাতে এবং হজমে সাহায্য করে। অ্যাসিডিটির সমস্যা হলে দ্রুত একটি পাকা কলা খেয়ে নিন।

jeera

জিরা পানি:

জিরা হজমশক্তি বাড়ায় এবং পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহয্য করে। ১ চা চামচ জিরা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে সকালে খালি পেটে পান করুন। এতে অ্যাসিডিটি কমবে। 

আদা: 

পেটের গ্যাস কমাতে এবং হজমে সাহায্য করে আদা। এটি বমিভাব কমায় এবং পাকস্থলীকে আরাম দেয়। আদা কুচি গরম পানিতে দিয়ে চা বানিয়ে পান করুন অথবা সামান্য আদার রস খেতে পারেন।

milk

ঠান্ডা দুধ: 

অ্যাসিডিটি কমাতে ঠান্ডা দুধ খুব ভালো কাজ করে। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে। এক গ্লাস ঠান্ডা (কিন্তু বরফ ছাড়া) দুধ ধীরে ধীরে পান করুন। চাইলে সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন।

এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর