বাংলাদেশের মানুষের অন্যতম বৈশিষ্ট্য তারা সব সময় উৎসবকে ভালোবাসে। আর ঈদ মানেই উৎসবের দারুণ এক উপলক্ষ্য। সামনেই ঈদ উল আজহার উৎসব আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। ত্যাগের মহিমাকে ধারণ করতে অনেকেই ব্যস্ত হয়ে পড়বেন কোরবানির প্রস্তুতিতে। পাশাপাশি প্রতিটি পরিবারের সদস্যরা অপেক্ষা করবেন এই ঈদে কোন ডিজাইনের পোশাকে উৎসবকে বরণ করা যায় সেই আনন্দময় পরিকল্পনা নিয়ে।
দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এবারের ঈদ উল আজহাতে নিয়ে এসেছে ঈদ উপযোগী বাহারি ডিজাইনের পোশাক। প্রতিষ্ঠানটির পণ্যে অন্যতম আকর্ষণ থাকে বিভিন্ন থিম ভিত্তিক পোশাকের, এবারেও ব্যতিক্রম নেই। এই ঈদে পোশাকের নকশায় থিম হিসেবে ব্যবহার হয়েছে বাংলার আলপনার ডিজাইন এবং ঐতিহাসিক আল হামরা মসজিদের নকশা অনুসারে। যা ঈদ উল আজহার পোশাককে এনে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্পন্ন কাপড়, আরাম, ও স্টাইলে।
বিজ্ঞাপন

এবারে ঈদ আয়োজনে পণ্য হিসেবে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, ফ্রক, টি-শার্ট, শার্ট ইত্যাদি। আরও একটি দারুণ ব্যাপার যে ঈদ যেহেতু একা মানুষের উৎসব নয়, এটি পরিবার, প্রিয়জন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে উদযাপনের বিষয়। সেই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি তৈরি করেছে একই ডিজানের পারিবারিক পোশাক, যা ছোট বড় সবাইকে নিয়ে সম্মিলিত ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। পারিবারিক এই পোশাকে রঙ হিসেবে ব্যবহৃত হয়েছে নেভিব্লু ও আকাশী। গরমে যা দারুণ আরাম দেবে।
বাড়তি পাওনা হিসেবে থাকছে দেশীদশ ব্যতীত রঙ বাংলাদেশ এর সকল আউটলেটে সকল পণ্যেই ৫০% পর্যন্ত সাশ্রয়ী মূল্যছাড়।
বিজ্ঞাপন

সুতরাং দেরি না করে একা একা কিংবা দলবল নিয়ে ঢু মারতে পারেন রঙ বাংলাদেশের আউটলেটগুলোতে। ঢাকা ও ঢাকার বাহিরের ২০টি আউটলেটেই পাওয়া যাবে ঈদ উল আজহার সমৃদ্ধ পোশাক সংগ্রহ। আর যারা ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটা করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh.
এজেড

