শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

পোশাক

এ অঞ্চলে খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে পোশাক ব্যবহারের বর্ণনা পাওয়া যায়। রামায়ণ, মহাভারতেও রয়েছে নানা পোশাকের বর্ণনা। চীনা পরিব্রাজক ফা-হিয়েন (৫ম শতক) ও হিউয়েন-সাঙের (৭ম শতক) বর্ণনায় ওই সময়ের পোশাকের বর্ণনা পাওয়া যায়। বাংলাদেশের গ্রাম ও শহরের অনেকেই এখনও লুঙ্গি-গেঞ্জি বা লুঙ্গি-শার্ট পরে।

শেয়ার করুন: