বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

রঙ বাংলাদেশের ঈদ আয়োজনে বৈচিত্র্যময় পোশাক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১০:২৮ এএম

শেয়ার করুন:

loading/img

ঈদ মানেই আনন্দ আর উৎসব। ঈদ মানেই ঝলমলে পোশাকে নিজেদের সাজিয়ে নেওয়া। ঈদুল ফিতরের উৎসবের আবহ বা প্রস্তুতি সাধারণত শুরু হয়ে যায় রমজানের প্রথম দিন থেকেই। বিশেষ করে পোশাকের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই দেশের সবচে বড় এই উৎসবের আগ্রহকে গুরুত্ব দিয়ে দেশের অন্যতম দেশীয় পোশাকের প্রশংসিত প্রতিষ্ঠান ‘রঙ বাংলাদেশ’ও তাদের আয়োজন সম্পন্ন করে ফেলে একেবারে শুরু থেকেই। যেকোনো উৎসবকে রাঙাতেই প্রতিষ্ঠানটির প্রস্তুতি থাকে ব্যাপক। এই ঈদেও তার ব্যতিক্রম নয়। 

প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশ থিম ভিত্তিক কালেশনের দিকেই মনোযোগ দিয়েছে। এবারের থিম ‘আল হামরা মসজিদ’, ‘টি’নালক উইভিং’ ও ‘ডিলাইট ইন ডিজাইন - ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’, থিমগুলো নিয়ে একটু ব্যাখ্যা দিলেই এই প্রতিষ্ঠানটির বৈচিত্র্যময় নকশার ধারণা যে কতটা সমৃদ্ধ তা স্পষ্ট হয়ে উঠবে। 


বিজ্ঞাপন


dong2

আল হামরা মসজিদ স্পেনের কর্ডোবা শহরে অবস্থিত উমাইয়া খলিফাদের নির্মিত একটি ঐতিহাসিক স্থাপত্য। ৭৮৪ সালে নির্মিত এই মসজিদটি ইসলামী স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। এই মসজিদের অনন্য শিল্পশৈলীমণ্ডিত নকশার অনুপ্রেরণাকে রঙ বাংলাদেশ কাজে লাগিয়েছে ঈদের পোশাকে।

টি’নালক উইভিং একটি ঐতিহ্যবাহী বুননশিল্প, যা ফিলিপাইনের টি’বোলি জনগোষ্ঠীর সামাজিক পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন এই শিল্প মাধ্যমে প্রাকৃতিক সুতোর ব্যবহারে সুন্দর নকশার  টি’নালক শাড়ি ও অন্যান্য পোশাক তৈরি হয়, যা মূলত: স্বপ্ন ও প্রাকৃতিক দৃশ্য অনুপ্রাণিত জটিল জ্যামিতিক নকশা ও নিপুণ কারুকাজের জন্য পরিচিত। এই শৈল্পিক বুননশিল্প টি’বোলি নারীদের দ্বারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংরক্ষিত হয়েছে, রঙ বাংলাদেশ সেই শিল্প অনুপ্রেরণার ছাপ রেখেছে নিজস্ব ঈদ পোশাকের কালেকশনে।

rong4


বিজ্ঞাপন


‘ডিলাইট ইন ডিজাইন - ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতীয় কারিগরদের তৈরি রূপার শিল্পকর্ম। এটি ভারতীয় ঐতিহ্যবাহী মোটিফ এবং ব্রিটিশ নকশার সমন্বয়ে তৈরি, যা রাজপরিবার ও ঔপনিবেশিক অভিজাতদের জন্য ব্যবহৃত হতো। এই ব্যবহার্য্য শিল্পকর্মে আছে সূক্ষ্ম খোদাই, জটিল নকশা এবং কারিগরদের সৃজনশীলতার ছাপ। ভারতীয় এবং ব্রিটিশ সংস্কৃতির মেলবন্ধনের এই শিল্পধারা থেকেও রঙ বাংলাদেশ তাদের ঈদ সামগ্রী তৈরিতে প্রেরণা নিয়েছে। 

এই থিম নির্ভর আইডিয়ার সাথে দেশীয় সংস্কৃতি, প্রকৃতি, আবহাওয়া, কাপড়ের আরাম, রঙ, বুনন এবং টেকসইয়ের দিকেও পূর্ণ মনোযোগ ও যত্নের ছাপও লক্ষ্যনীয় দেশের শীর্ষস্থানীয় এই ফ্যাশন হাউসের ঈদের পণ্যে।
 
ঈদে বড়দের চেয়ে ছোটদের আগ্রহ যেহেতু কম নয়, তাই বড়দের সাথে সাথে ছোটদের আয়োজনেও সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে আকর্ষণীয় পোশাক। রয়েছে পরিবারের সবার জন্যে একই ধরণের ম্যাচিং পোশাক। ফলে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই ডিজাইন বা থিমের পোশাক পড়ে উদযাপন করতে পারবে এবারের ঈদ উৎসব। এছাড়াও রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড হিসাবে থাকছে: তরুণ প্রজন্মের পছন্দকে মাথায় রেখে তৈরী করা ওয়েস্ট রঙ এর পোশাক, বয়োজ্যেষ্ঠদের আপন ভুবন শ্রদ্ধাঞ্জলি আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় জগত রঙ জুনিয়র এর ঈদ আয়োজন।

এবারের সংগ্রহে আছে 

মেয়েদের পোশাক: শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজপিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি। 

ছেলেদের পোশাক: পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি সেট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ইত্যাদি ।

ছোটদের পোশাক: থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। আছে টিনএজারদের উপযোগী  টপস। এছাড়া আরো রয়েছে জুয়েলারি, নানা ডিজাইনের ব্যাগ , পার্স, শো-পিস ও উপহার সামগ্রী। এছাড়াও নিয়মিত সকল আয়োজন তো থাকছেই। 

rong5

সকল ক্রেতাসাধারণের কথা বিবেচনা করে পোশাকের মূল্যও রাখা হয়েছে ক্রয়সাধ্যের মধ্যে। আছে অনেক রকম অফার। আপনজনকে উপহার দিতে রয়েছে ‘রঙ বাংলাদেশ ঈদি গিফট ভাউচার’।  ঈদ আয়োজনকে ঘিরে যেকোন অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারী দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশের পোশাক । কর্পোরেট প্রোগ্রাম বা যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশ এর পোশাক ক্রেতাকে করবে আকর্ষণীয় ও উৎসবমুখর।

রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাবে এই ঈদ আয়োজনের সামগ্রী। এছাড়া ঈদ আয়োজনের সকল পণ্যই পাবেন অনলাইন প্ল্যাটফর্মে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub