শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাথার উকুন দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

চুলের সমস্যার যেন শেষ নেই। চুল পড়া, চুল রুক্ষ্ম হয়ে যাওয়া, চুল পাকার মতো হাজারো সমস্যা রয়েছে। তবে এসব সমস্যা নিয়ে যত সহজে আলোচনা করা হয়, মাথার উকুন নিয়ে তেমনটা হয় না। বিষয়টি নিয়ে মানুষ লজ্জা পায়। 

বিভিন্ন কারণে মাথায় উকুন হতে পারে। অনেকসময় অন্য কারোর মাথা থেকে এই পরজীবী চলে আসে। আবার চুল অপরিষ্কার থাকলে উকুন হতে পারে। কারণ যাই হোক, মাথায় উকুন থাকলে তা অস্বস্তির কারণ হয়ে ওঠে। চুলকানি থেকে শুরু করে মাথার ত্বকের ক্ষতির করে এটি। তাই উকুন দূর করার উপায় খোঁজন সবাই। 


বিজ্ঞাপন


lice2

কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে মাথা থেকে উকুন দূর করা সম্ভব। চলুন বিস্তারিত জেনে নিই- 

পেট্রলিয়াম জেলি

কেবল ত্বক আর ঠোঁটের আর্দ্রতা রক্ষা নয়, উকুন তাড়ানোর ক্ষেত্রেও পেট্রলিয়াম জেলি কার্যকরী হতে পারে। নিয়মিত চুলে এই উপাদানটি মাখলে উকুনের সমস্যা দূর হতে পারে।


বিজ্ঞাপন


টি ট্রি অয়েল 

উকুন দূর করতে টি ট্রি অয়েলও কার্যকরী হতে পারে। এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ, যা উকুন, খুশকির সমস্যা দূর করতে পারে। তাই উকুন থেকে মুক্তি পেতে নিয়মিত চুলে টি ট্রি অয়েল মাখুন। 

oil

হট অয়েল ট্রিটমেন্ট 

চুলের অন্যান্য সমস্যার মতোই উকুন দূর করতেও দারুণ উপকারী ‘হট অয়েল ট্রিটমেন্ট’। ভালো ফল পেতে নারকেল তেলের সঙ্গে অল্প নিম তেল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি গরম করে সারা মাথায় ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে নিন। উকুন পালাবে। 

লেবুর রস 

উকুন মারতে কার্যকরী লেবুর রস। এজন্য রসুন থেঁতো করে নিন। লেবুর রসের সঙ্গে রসুন মিশিয়ে মাথায় লাগান। আধা ঘণ্টা তোয়ালে জড়িয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন।

hair

মেয়োনিজ 

খাবার মুখরোচক করার পাশাপাশি উকুন তাড়াতেও কাজ করে মেয়োনিজ। সারা মাথায় ভালো করে মেয়েনিজ মেখে নিন। ছয় ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। উকুন তো মরবেই, চুল হবে নরম। 

ভিনেগার 

ভিনেগারও উকুন মারতে খুবই উপযোগী। এতে থাকা অ্যাসেটিক অ্যাসিড হলো উকুনের বিষ। ভিনেগার আর আমন্ড অয়েল বা নারকেল তেল সম পরিমাণে মিশিয়ে নিয়ে ভালো করে চুলে ও মাথার তালুতে মালিশ করে নিন। প্রথম পানি দিয়ে, পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই উপায় কাজে লাগালেই উপকার পাবেন।

onion

পেঁয়াজের রস

উকুন তাড়াতে কাজে লাগাতে পারেন পেঁয়াজের রস। এই রস মাথায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। চুলের গোড়ায় ভালোভাবে লাগাবেন। কিছুক্ষণ চুল ঢেকে রেখে এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। সপ্তাহে দুবার এটি ব্যবহার করুন।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন