রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

বাঁধাকপি দীর্ঘদিন সংরক্ষণ করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

cabbage

শীতকালে প্রচুর বাঁধাকপি বা পাতা কফির উৎপাদন হয়। এসময় এই সবজির দামও কম। তাই এই সময়ে অনেকেই প্রিয় এই সবজি অনেকটা পরিমাণে কিনে সংরক্ষণ করে রাখেন। সবজি সাধারণত ফ্রিজে রাখলে সপ্তাহখানেক ভালোই থাকে। তবে তার চেয়েও বেশি দিন পর্যন্ত রাখতে হলে জানতে হবে কিছু নিয়ম।

১. ফ্রিজে রাখা যেতে পারে


বিজ্ঞাপন


বাজার থেকে কিনে এনে বাঁধাকপি ভালো করে ধুয়ে, কেটে তা ফ্রিজের বাস্কেটে রাখা যেতে পারে। তবে দুই তিন দিনের মধ্যেই তা খেয়ে ফেলা বাঞ্ছনীয়। না হলে বাঁধাকপির পাতা শুকিয়ে যায়। কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত তা টাটকা রাখতে হলে বাঁধাকপি কেটে, একেবারে পানি শূন্য করে তা কাচের বায়ুরোধী কৌটা বা চেন-টানা ‘জিপ’ পাউচের মধ্যে রেখে দেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে সব্জিটির গায়ে যেন কোনও ভাবেই পানি লেগে না থাকে।

cabage

২. হিমায়িত করে রাখা যেতে পারে

দীর্ঘ দিন ধরে বাঁধাকপি ভালো রাখতে হলে তা হিমায়িত করে রাখা যেতে পারে। আজকাল দোকানে নানা ধরনের ফ্রোজেন সবিজ পাওয়া যায়। তবে সেগুলো প্যাকেটজাত হওয়ার আগে নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে কৃত্রিম রঙ, রাসায়নিকও থাকতে পারে। তবে পদ্ধতি জানা থাকলে বাড়িতেও বাঁধাকপি হিমায়িত করে রাখা যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এসব খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না!

তার জন্য কী করতে হবে? বাঁধাকপি কেটে, ধুয়ে মিনিট তিনেকের জন্য ফুটিয়ে নিন। ফুটন্ত পানি থেকে তুলে পাশে রাখা বরফ-জলের মধ্যে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিন। মিনিট দুয়েক রাখার পর পানি থেকে তুলে নিন। একেবারে পানি শূন্য হলে বায়ুরোধী ‘ফ্রিজার সেফ ব্যাগ’ বা ‘জিপ পাউচের মধ্যে ভরে ফেলুন। তার পর হিমাঙ্কের নিচে (মাইনাস ১৮ ডিগ্রি বা তারও কম) তাপমাত্রায় রেখে দিন বাঁধাকপির প্যাকেটটি। সঠিক পদ্ধতি মেনে রাখতে পারলে বাঁধাকপি মাস ছয়েক পর্যন্ত ভালো থাকে।

৩. ফার্মেন্টেড করে রাখা যেতে পারে

বাঁধাকপি মজিয়ে রাখলে দীর্ঘ দিন পর্যন্ত ভালো রাখা যায়। তবে তারও কায়দা রয়েছে। বড় একটি কাচের পাত্রে লবণ, পছন্দ মতো গুঁড়া মসলা, পানি এবং ভিনিগার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। তার মধ্যে কেটে নেওয়া বাঁধাকপি ভিজিয়ে রাখুন। খেয়াল রাখবেন, বাঁধাকপির পাতাগুলো যেন পানির ওপরে ভেসে না থাকে। এ বার কাচের পাত্রের মুখ বন্ধ করে দিন। এমন ভাবে বন্ধ করবেন, যেন বাইরে থেকে হাওয়া প্রবেশ করতে না পারে। এই ভাবে রাখলে বাঁধাকপি বছরখানেক পর্যন্ত ভালো রাখা যায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর