কে যে কখন কার মনে দোলা দেবে তা আগে থেকে বোঝা মুশকিল। হঠাৎ করেই কারো জন্য মন উচাটন করতেই পারে। তবে ভালোবাসার সম্পর্কটা তখনই আগাবে যখন অপরপাশের মানুষটিরও একই রকম অনুভূতি থাকবে। কাউকে পছন্দ হলে তারও যে আপনাকে পছন্দ হবে এমনটা নয়। আর এক্ষেত্রে স্বাভাবিকভাবেই ফিরিয়ে দিতে হয় প্রেমের প্রস্তাব।
প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু প্রস্তাব যদি চেনা জানা কারো থেকে আসে তাহলে তা পরবর্তীতে অস্বস্তির কারণ হতে পারে। বিশেষত সহকর্মীদের মধ্যে এমনটা হলে বিড়ম্বনার আর শেষ থাকে না।
বিজ্ঞাপন

কীভাবে পেশাদারিত্ব বজায় রেখে সহকর্মীর প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেবেন, চলুন জেনে নিই-
অন্য কারো প্রতি প্রতিজ্ঞাবদ্ধ
বিজ্ঞাপন
অনেকেরই সরাসরি না বলতে ভীষণ অস্বস্তি হয়। সেক্ষেত্রে একটু কৌশলের আশ্রয় নিতে পারেন। সহকর্মীকে বলতে পারেন আপনি অন্য কারো প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তাই অন্য কোনো সম্পর্কে যাওয়ার প্রশ্নই ওঠে না।

একা থাকতে চান
অনেকে কোনো সম্পর্কেই যেতে চান না। এমনটা হলে সরাসরি তাকে বলে দিন যে আপনি একা থাকতে চান। কোনো ধরনের যৌথতায় জড়ানোর মতো মানসিক অবস্থায় নেই।
আরও পড়ুন- বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করার যত সুবিধা
প্রেমে পড়ার কোনো অলিখিত নিয়ম নেই। কারো প্রতি অনুভূতি জন্মালে তা মনে পুষে না রেখে প্রকাশ করাই শ্রেয়। তেমনি অনুভূতি না থলে সেটিও জানিয়ে দেওয়া উচিত। দীর্ঘদিনের পরিচিত হলে মুখের ওপর ‘না’ করা যায় না। এক্ষেত্রে একটু কৌশলী হয়ে প্রস্তাব ফিরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
এনএম

