শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সম্পর্ক

বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করার যত সুবিধা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

marriage

পৃথিবীতে মানুষ বিভিন্ন ধরনের সম্পর্কে জড়ায়। এর মধ্যে অন্যতম হচ্ছে বন্ধুত্ব। বন্ধু থেকে হঠাৎ বিয়ের পিঁড়ি- এই সংখ্যাটা নেহাত কম নয়। যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই বন্ধু এই সম্পর্কের গুরুত্ব কিন্তু সবার প্রথমে। খুব ভালো বন্ধু হতে পারলে তবেই ঠিকমতো বোঝাপড়া হয়, একে অপরের সমস্যা-অসুবিধা সব সহজেই বুঝতে পারা যায় এবং যারা বন্ধু হিসেবে যত ভালো তাদের দাম্পত্য জীবন কিন্তু ততই সুখের হয়। 

বন্ধুকে বিয়ে করার সুবিধা


বিজ্ঞাপন


বেস্ট ফেন্ড তথা বন্ধুকে বিয়ে করলে অনেকগুলো সুবিধা আছে। যেমন তার স্বভাব, তার ভালো গুণ-খারাপ গুণ, তার পছন্দ এসব নিয়ে খানিক ধারনা থাকে। ফলে এতে দুজনের দিক থেকেই বোঝাপড়ায় সুবিধে হয়। এছাড়াও আরও যা সুবিধা পাবেন বেস্ট ফেন্ডকে বিয়ে করলে পাবেন জানুন বিস্তারিত।

frined

প্রিয় বন্ধুকে বিয়ে করলে বোঝাপড়া ভালো হয়। ঝগড়া হলেও একে অপরের মান ভাঙানোর পক্ষে দিব্য মানানসই। সেই সঙ্গে পড়াশোনা, চাকরি এসবও ভালো করে করা যায়। আর এক্ষেত্রে দুজনেই কম্প্রোমাইজ করার মানসিকতা রাখেন।

পছন্দ-অপছন্দের খেয়াল রাখা


বিজ্ঞাপন


বন্ধু হলে পরস্পরের পছন্দও মেলে। খাওয়া, ঘোরা এসব নিয়ে সমস্যা হয় না। একে অপরের পছন্দের রান্না করে খাওয়ানোর সুযোগ থাকে। দুজনে মিলে একসঙ্গে বসে পছন্দের সিনেমা দেখার মজাটাই আলাদা। দুজনের পছন্দ একসঙ্গে মিলে গেলে তার অনেক সুবিধাও থাকে।

আরও পড়ুন: বন্ধুত্ব আয়ু বাড়ায়

ঝগড়া হলে

এক্ষেত্রে সমস্যাও যেমন আছে তেমন উপকারিতাও আছে। ঝগড়া হল দুদিন কথা বন্ধ। কিন্তু তারপর একে অপরকে আপন করে নিতে খুব একটা সময় লাগে না। সেই সঙ্গে নিজেরা ঠান্ডা মাথায় বসে নিজেদের ভুল শোধরানোর সুযোগ থাকে।

friend

খোলাখুলি কথা বলা যায়

স্বামী-স্ত্রীর সম্পর্ক সবসময় খোলামেলা হওয়া উচিত। পরস্পরের যাবতীয় সুযোগ সুবিধা খোলামেলা ভাবেই বলা দরকার। কিন্তু দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রে সবসময় তা হয় না। অনেকেই বাধা কাটিয়ে উঠতে পারেন না। কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে সেই সব থাকে না। একে অপরের সবটাই জানেন।

আরও পড়ুন: প্রাক্তন হঠাৎ মেসেজ করেছে— রিপ্লাই দেবেন নাকি ইগনোর করবেন?

অতীত সম্পর্কে জানা

বন্ধু হলে তাকে যেমন খুব ভালো করে চেনা থাকে তেমনই তার অতীত সম্পর্কেও জানা যায়। ফলে তার মানসিকতার সঙ্গেও পরিচয় থাকে। অবশ্য মানুষের মন যে কোনও সময় বদলে যেতে পারে। তবুও অচেনা কোনও মানুষকে বিয়ে করার থেকে বন্ধুকে বিয়ে করা ভালো।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর