শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রেসিপি: শীতের সন্ধ্যায় লোভনীয় ‘ডিম চাট’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

রেসিপি: শীতের সন্ধ্যায় লোভনীয় ‘ডিম চাট’

সামাজিক যোগাযোগ মাধ্যমের এ যুগে রোজই কিছু না কিছু ভাইরাল হচ্ছে। কখনো নাচ-গান, কখনো ভিন্নধর্মী কোনো রেসিপি। ফেসবুকে চোখ বোলাতে বোলাতে কোনো এক সময় হয়তো ডিমের অদ্ভুত এক রেসিপি আপনার চোখে পড়েছে। বলছিলাম ভাইরাল হওয়া ডিমের পিনিক মানে ডিম চাটের কথা। 

লোভনীয় একটি খাবার এটি। সেদ্ধ ডিমের সঙ্গে বিশেষ চাট বা চাটনি দিয়ে তৈরি এই মুখরোচক খাবারটি খেতে পারেন শীতের সন্ধ্যায়। হিমেল বাতাসের সঙ্গে গরম ডিম চাট কিন্তু জমবে ভালো। দেরি না করে চলুন রেসিপি জেনে নিই- 


বিজ্ঞাপন


egg1

উপকরণ

সেদ্ধ ডিম– ৪টি (অর্ধেক করে কাটা)
তেতুলের ক্বাথ– ২ টেবিল চামচ (পানি দিয়ে মিশিয়ে পাতলা করা)
চিনি– ১ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)

লবণ– স্বাদমতো
পেঁয়াজ মিহি কুচি– ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি– ১/২টি

egg3
ধনেপাতা কুচি– ১ টেবিল চামচ
চাট মসলা– ১ চা চামচ
ভাজা জিরা গুঁড়া– ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া– সামান্য (ঐচ্ছিক)
শসা কুচি-২ টেবিল চামচ

egg4

প্রণালি

প্রথমে সেদ্ধ ডিমগুলো অর্ধেক করে কেটে নিন। একটি বাটিতে তেতুলের ক্বাথ, চিনি, লবণ, চাট মসলা, ভাজা জিরা গুঁড়া এবং সামান্য লাল মরিচ গুঁড়া মিশিয়ে সস তৈরি করুন।

ডিমের ওপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, শসা কুচি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তার ওপর তৈরি করা তেতুলের সসটি ভালোভাবে ঢেলে দিন।

egg5

সব উপকরণ মিশিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন মজাদার ডিম চাট। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর