বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

প্রেমিকা বয়সে অনেক ছোট? সম্পর্ক টেকাতে খেয়াল রাখুন এসব বিষয়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

প্রেমিকা বয়সে অনেক ছোট? সম্পর্ক টেকাতে খেয়াল রাখুন এসব বিষয়ে

প্রেমের বয়স কত? এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারবে না। প্রেম যে কখন কার জীবনে এসে পিড়ি পেতে বসবে তার কোনো আগাম হিসেব নেই। কেউ আঠারোতেই প্রেমে পড়ে। আবার কারো দরজায় প্রেম এসে কড়া নাড়ে ৩৮তম বসন্তে। তবে যে বয়সেই প্রেম আসুক না কেন তাতে রোমান্সের যেন কোনো ঘাটতি না থাকে। 

প্রেমকে বয়সের ফ্রেমে যেমন আটকানো যায় না, তেমনি প্রেমিক-প্রেমিকার বয়সের পার্থক্যও নির্দিষ্ট করা সম্ভব হয় না। অনেকসময় মানুষ বয়সের অনেক বড় কিংবা অনেক ছোট কারোর প্রেমে পড়েন। বইয়ের ভাষায় যাকে অসম প্রেম বলে। 


বিজ্ঞাপন


couple1

আপনার প্রেমিকা কি বয়সে আপনার চেয়ে ১০ বছর কিংবা তারও বেশি ছোট? এক্ষেত্রে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেবেন কীভাবে? চলুন জেনে নিই- 

সময় দিন 


বিজ্ঞাপন


প্রথমেই দুজন দুজনকে সময় নিন। প্রেমে হাবুডুবু খাওয়ার আগে নিজেদের চিনুন। প্রয়োজনে নানা বিষয় নিয়ে কথা বলুন। সময় নিয়ে সম্পর্কে আগান। 

couple2

সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন 

আপনি হয়তো তার সঙ্গে সারাজীবন কাটানোর প্ল্যান করছেন, তাকে জীবনসঙ্গী বানাবেন ভাবছেন। অপরপক্ষও কি একইরকম ভাবছে? নাকি সে প্রেম বলতে কেবল ডেটিং আর সুসময় কাটানো বুঝছে? সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তাই আলোচনা করে নিন। 

ইমোশন ব্যয় করুন বুঝেশুনে

যদি আলাপ করে বা সময় কাটিয়ে পছন্দ না হয়, তাহলে একেবারেই ইমোশনালি জড়াবেন না। কারণ, আপনি হয়তে এই বিষয়টি থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু অপরজন সেটা নাও পারতে পারে।

couple3

পছন্দ-অপছন্দ জানান

সম্পর্কের শুরুতেই নিজের পছন্দ ও অপছন্দের কথা স্পষ্ট করে দিন। এতে সম্পর্ক এগোবে সহজেই।

এসবের পাশাপাশি নিজের চেহারা আর মানসিক স্বাস্থ্যের দিকেও মন দিন। এতে সুস্থ সম্পর্ক চালিয়ে নিতে পারবেন। দুজনের সম্পর্ক যদি মজবুত হয়, বোঝাপড়া ঠিক থাকে তাহলে বিয়ের সিদ্ধান্ত নিন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর