মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথম ডেটে প্রেমিকাকে ভুলেও এসব প্রশ্ন করবেন না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

প্রথম ডেটে প্রেমিকাকে ভুলেও এসব প্রশ্ন করবেন না

পরিচয় থেকে পরিণয়—মানব জীবনে খুব স্বাভাবিক বিষয়। কারো সঙ্গে কথা বলে বা তার সম্পর্কে জেনে হয়তো ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা একসময় পরিণত হয় ভালোবাসায়। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনেও অনেকের পরিচয় হয়। সেখান থেকে প্রেম। এরপর দিনক্ষণ ঠিক করে দেখা করা বা ডেটে যাওয়া। 

প্রেমিকার সঙ্গে প্রথম ডেট নিয়ে বেশিরভাগ পুরুষের মধ্যেই উত্তেজনা, আবেগ কাজ করে। কী বলবেন, কী করবেন বুঝে উঠতে পারেন না। তবে প্রথম সাক্ষাতের দিনটি একটি সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে এর ওপর নির্ভর করে প্রেমিকা সম্পর্কটি সামনে এগিয়ে নেবেন কিনা। 


বিজ্ঞাপন


relation1

প্রথম ডেটে প্রেমিকাকে ভুলেও কিছু প্রশ্ন করবেন না। এতে সম্পর্ক গড়ার বদলে ভাঙতে পারে। কী সেই প্রশ্ন? চলুন জেনে নিই- 

আর ছেলে বন্ধু আছে কি? 


বিজ্ঞাপন


প্রথম দেখায় প্রেমিকার অন্য কোনো ছেলে বন্ধু আছে কি না তা নিয়ে প্রশ্ন করবেন না। অন্য ছেলে বন্ধু নিয়ে তিনি কথা বলা পছন্দ নাও করতে পারেন। এতে আপনাকে সন্দেহবাতিক ভাবতে পারেন প্রেমিকা। 

relation2

শারীরিক সম্পর্ক হয়েছে? 

প্রেমিকার শারীরিক সম্পর্ক হয়েছে কি না সে নিয়েও অনেক পুরুষের কৌতূহল থাকে। কিন্তু এই কৌতূহল ফার্স্ট ডেটে কন্ট্রোল করুন। নয়তো সম্পর্ক ভাঙার প্রবল আশঙ্কা থাকবে।

আগের সম্পর্ক ভাঙল কেন? 

হয়তো প্রেমিকার জীবনে আপনি প্রথম নন। অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল তার। এখন আর নেই। তাই বলে, আগের সম্পর্ক কেন ভাঙল এমন প্রশ্ন করে বসবেন না। প্রেমিকা এমন প্রশ্নে বিব্রত হতে পারেন। প্রথম ডেটে কেবল নিজেদের নিয়ে কথা বলুন। প্রাক্তনের কথা জিজ্ঞেস করে তার দুর্বল জায়গায় ঘা দেবেন না। 

relation3

আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী? 

প্রথম দেখায় একজন মানুষ অন্যজনকে খুবই কম জানতে পারে। সময়ের সঙ্গে সম্পর্কের স্থায়িত্ব বাড়ে। তাই প্রথম ডেটেই বোকার মতো সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইবেন না। এতে প্রেমিকা বিব্রত হতে পারেন। 

এছাড়াও প্রেমিকার অফিস, পরিজন বা পরিচিত কাউকে নিয়ে নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন। অন্যকে নিয়ে নেগেটিভ মন্তব্য করলে প্রেমিকার মতে আপনার সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর