অনেক নারীই স্বার্থপর ধরনের হয়। তাদের এই মানসিকতার কারণে সম্পর্কে প্রভাব পড়ে। তাই আপনার প্রেমিকা স্বার্থপর কিনা এই বিষয়টা সম্পর্কে আগেভাগে জেনে রাখা জরুরি। আর তেমনই কিছু লক্ষণ সম্পর্কে বিশদে আলোচনা হলো এই প্রতিবেদনে।
এই পৃথিবীর বুকে ভালোমতো বেঁচে থাকতে চাইলে, জীবনযুদ্ধে এগিয়ে যেতে চাইলে একটু স্বার্থপর তো হতেই হবে। নইলে যে সবাই মাথার উপর এসে ছড়ি ঘোরাবে। আপনি কিছুতেই আগাতে পারবেন না। কিন্তু তাই বলে নিজের কাছের মানুষগুলোর সামনেও স্বার্থপরতার দাঁত-নখ বের করার কোনও অর্থ নেই। এই ভুলটা করলে আদতে বিপদ বাড়ে। ধীরে ধীরে শেষ হতে থাকে সম্পর্ক। তবে তারপরও কিছু নারী এই বিষয়টাকে অবহেলা করেন। তারা বুঝতেই পারেন না যে, তাদের স্বার্থপরতা ধীরে ধীরে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিজ্ঞাপন
তাই পরিস্থিতি এতটা খারাপ দিকে যাওয়ার আগেই পুরুষদের সাবধান হতে হবে। কীভাবে চিনবেন স্বার্থকর প্রেমিকাকে?
শুধু নিজের কথাই বলেন?
মনে স্বার্থপরতার বীজ বোনা থাকলে অন্য কারও কথা মাথায় আসে না। সব কিছুতেই বেরিয়ে আসে আমিত্ব। তখন শুধু নিজের কথাই বারবার বলতে হয়। তাই আপনার প্রেমিকাও যদি বারবার নিজের কথাই বলেন, তাহলে সাবধান হওয়া ছাড়া গতি নেই। কারণ, এই লক্ষণ তার স্বার্থপরতার দিকেই ইঙ্গিত করে। তাই এমন পরিস্থিতিতে সাবধান হন। পারলে প্রেমিকার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন। তাহলেই তার মতি ঘুরবে। তিনি নিজেকে বদলে ফেলার কাজে লেগে পড়তেও পারেন।
বিজ্ঞাপন
সব স্বপ্ন নিজেকে নিয়ে
একটা সম্পর্কে থাকলে আগামীর স্বপ্ন দেখতেই হবে। কীভাবে নিজেরা বন্ধনীতে জড়াবেন, কীভাবে একসঙ্গে থাকবেন– এসব বিষয়ে স্বপ্ন দেখা জরুরি। তবে কোনও নারী যদি খুবই স্বার্থপর হন, তাহলে তিনি এই বিষয়গুলোতে শুধু নিজেকে নিয়েই পরিকল্পনা করবেন। তার বিয়ের সাজ, তার বিয়ের কেনাকাটা, তার ভালো থাকা ইত্যাদি বিষয়গুলো নিয়ে তিনি সদা ব্যস্ত থাকবেন। আপনি একবারে পিকচারের বাইরে থাকবেন। আর এমন লক্ষণ দেখা দিলেই আপনাকে সম্পর্কের হাল ধরতে হবে। নইলে যে পরিস্থিতি একটা সময় হাতের বাইরে চলে যাবে।
আপনার বাবা-মা কেউ নন
প্রেমিকা কি আপনার বাবা-মাকে নিয়ে একবারেই চিন্তিত নন? বরং তার কাছে খুবই আপন নিজের বাবা-মা? তাদের নিয়েই তিনি সবসময় ব্যস্ত থাকেন? আপনি নিজের বাবা-মায়ের কথা বললে তিনি এড়িয়ে যান? তাহলে বুঝতে হবে সমস্যা রয়েছে অনেক গভীরে। তার মনের ভেতরে জড় হয়ে রয়েছে কোনও সমস্যা। তাই পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগেই আপনাকে সাবধান হতে হবে। অন্যথায় তার এই মানসিকতা আপনাকে পরবর্তী সময়ে খুব জ্বালাবে।
আরও পড়ুন: যে ৫ লক্ষণে বুঝবেন স্ত্রী আপনার প্রতি আকর্ষণ হারিয়েছে
নিজের জন্য সব কিছুর ওপর ধরতে পারেন বাজি
স্বার্থপর মানুষ সাধারণত নিজের ছাড়া কারও কথা বোঝেন না। এমনকি নিজের স্বার্থের কাছে তারা সম্পর্ককেও বাজি রাখতে পারেন। আর এই কারণে বিপদ আরও বাড়ে। তখন নিজেদের মধ্যে এক আলোকবর্ষ দূরত্ব তৈরি হয়। অনেক চেষ্টা করেও নিজেদেরকে আর ভালো রাখা যায় না। তাই আপনার প্রেমিকার এই মানসিকতা থাকলে প্রথমেই সচেতন হন। নইলে যে পরিস্থিতি বিগড়ে যাবে।
কীভাবে পরিস্থিতি সামলাবেন?
এই ধরনের সমস্যার কথা লুকিয়ে রাখা চলবে না। বরং যখনই এই বিষয়টা ধরতে পারবেন, ঠিক তখনই তার সঙ্গে কথা বলুন। তার স্বার্থপরতা যে ধীরে ধীরে সম্পর্ককে শেষ করে দিচ্ছে, এটা তাকে বুঝিয়ে দিতে পারেন। তাতেই তিনি নিশ্চয়ই নিজের ভুল বুঝে শুধরে যেতে পারবেন। তবে আপনার কথায় যদি তিনি না বোঝেন, সেক্ষেত্রে তাঁকে নিয়ে বিশেষজ্ঞের কাছে যান। তাঁর কথামতো কাউসিলিং করুন। আশা করছি, তাহলেই পরিস্থিতি হাতের নাগালে চলে আসবে।
এজেড