সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Honey

মধু কখন খেলে বেশি উপকার হয়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৪, ০৯:১৮ এএম

শেয়ার করুন:

honey

মধুর পুষ্টিগুণের শেষ নেই। একে বলা হয় সুপারফুড। আমাদের মধ্যে অনেকেই মধু খেতে খুবই ভালোবাসেন। কিন্তু তারাও জানেন না যে, দিনের ঠিক কোন সময় মধু খেলে মিলবে বেশি উপকার? জানুন বিস্তারিত।

মধুর হাজার গুণ​


বিজ্ঞাপন


বিশেষজ্ঞদের মতে, মধুতে রয়েছে একাধিক উপকারী সব অ্যান্টিঅক্সিডেন্ট। যেই কারণে এই মিষ্টি খাবার খেলে কমে প্রদাহের প্রকোপ। দূরে থাকে ক্যানসারের মতো অসুখ। শুধু তাই নয়, এতে মজুত কিছু উপাদানের গুণে কমে ব্লাড প্রেশার। এমনকি সুস্থ থাকে হার্ট। এর পাশাপাশি মধুর রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। তাই কাটাছেঁড়ায় মধু লাগালে উপকার মেলে। সেই সঙ্গে সর্দি-কাশিতেও মধু খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই আজ থেকেই এই মিষ্টি উপাদানকে ডায়েটে করে দিন জায়গা।

honey2

​দিনের কোন সময় মধু খাবেন?​

দিনের যে কোনও সময় মধু খেতে পারেন। তাতে সমস্যার কিছু নেই। উপকার পাবেন। তবে বেশি উপকার পেতে চাইলে একদম সকালে উঠে মধু সেবন করুন। তাতে যেমন ফিরবে স্বাস্থ্যের হাল, ঠিক তেমনই শরীরে এনার্জির ঘাটতিও মিটে যাবে। তাই চেষ্টা করুন সকাল সকাল মধু খাওয়ার। তবে যারা সকালে এই মিষ্টি উপাদান সেবন করতে চাইছেন না, তারা দিনের অন্য সময় গ্রহণ করুন। এই কাজটা করলেও তেমন কোনও ক্ষতি নেই।


বিজ্ঞাপন


মধু ​কীভাবে খাবেন?​

সকাল সকাল এক চামচ মধু খেয়ে নিতে পারেন। এভাবে খেলেই উপকার পাবেন বেশি। তবে কেউ শুধু শুধু মধু না খেতে চাইতে পারেন। সেক্ষেত্রে আপনারা দুধে বা চায়ে চিনির বদলে মধু মিশিয়ে নিন। তাতেও উপকার পাবেন হাতেনাতে।

আরও পড়ুন: ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখে ভিটামিন বি ১২ যুক্ত এসব ফল 

এছাড়া সর্দি, কাশির সময় এক চামচ মধুতে এক টুকরা তুলসী পাতা ফেলে দিতে পারেন। তারপর চট করে তা গলায় চালান করে দিন। এই কাজটা করলেই সর্দি, কাশির প্রকোপ কমবে। ধীরে ধীরে হ্রাস পাবে গলা ব্যথার মতো সমস্যা। তাই বিপদে পড়লে এই টোটকার কথা ভুলবেন না যেন।

honey-pic

মধু কারা খাবেন না?​

মধুর মতো উপকারী একটি উপাদানও সকলের খাওয়া চলবে না। বিশেষত, ডায়াবিটিস রোগীরা অবশ্যই মধুর থেকে দূরে থাকুন। আপনারা মধু খেলে হুট করে সুগার বেড়ে যাবে। যার ফলে পিছু নেবে একাধিক বিপদ। এর পাশাপাশি কিডনির অসুখ থাকলেও এড়িয়ে চলতে হবে মধু।

প্রসঙ্গত, কোনও সুস্থ মানুষই দিনে ২ চামচের বেশি মধু খাবেন না। এই ভুলটা করলে আদতে বিপদে পড়বেন। তাতে পিছু নিতে একাধিক অন্যান্য সমস্যা। তাই এখন থেকেই এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর