রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘুমের মধ্যে উঁচু জায়গা থেকে নিজেকে পড়তে দেখেন, এমন স্বপ্নের অর্থ কী? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

ঘুমের মধ্যে উঁচু জায়গা থেকে নিজেকে পড়তে দেখেন, এমন স্বপ্নের অর্থ কী? 

স্বপ্ন কে না দেখে? কেউ জেগে, কেউবা ঘুমিয়ে। বিশেষজ্ঞদের মতে, জেগে দেখা স্বপ্ন বা দিবা স্বপ্নের কোনো ব্যাখ্যা না থাকলেও ঘুমিয়ে দেখার স্বপ্নের বিভিন্ন অর্থ রয়েছে। সবার ঘুম একরকম হয় না। কেউ শুলেই ঘুমিয়ে পড়েন, কেউবা অনেক রাতেও ঘুমান না। 

তবে ঘুম গভীর হলেই আমরা স্বপ্ন দেখি। কিছু স্বপ্ন আমাদের মনে থাকে, কিছু স্বপ্ন ভুলে যাই। স্বপ্ন বিশেষজ্ঞদের মতে, কিছু স্বপ্ন সুখ আর সৌভাগ্যের ইঙ্গিত দেয়। আবার কিছু স্বপ্ন দুঃখের সংকেত দেয়। জীবনের কোনো না কোনো সময় আপনি নিশ্চয়ই নিজেকে উঁচু কিছু থেকে পড়তে দেখেছেন। এমন স্বপ্নের অর্থ কী? 


বিজ্ঞাপন


dream2

পড়ে যাওয়ার সময় কি কিছু ধরার চেষ্টা করার স্বপ্ন দেখেন? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ হলো, আপনার সম্পর্কটি ঠিক নেই। এতে কিছু সমস্যা আছে।

আরও পড়ুন-
 
 

কেউ কেউ আবার পাহাড় থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন মাঝে মাঝে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এমন স্বপ্ন জীবনে চলমান ঝামেলা ও ব্যর্থতার ইঙ্গিত দেয়। 


বিজ্ঞাপন


dream3

উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার সময় মাটিতে পা রাখার চেষ্টা করছেন— এমন স্বপ্ন দেখেছেন? এমন স্বপ্নকে বিশেষজ্ঞরা নিজেকে শোধরানোর সঙ্কেত মনে করেন।

আরও পড়ুন-
 
 

কেউ কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন কেন দেখেন? স্বপ্ন বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তি কোনো কঠিন পরিস্থিতিতে আটকে থাকলে কিংবা কোনো সমস্যার সমাধান অনেক খুঁজেও না পেলে, সেই চিন্তা থেকেই ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখতে পারেন। 

dream4

বিশেষ করে, কর্মক্ষেত্রে বা ব্যক্তিজীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেই সাধারণত মানুষ এই ধরনের স্বপ্ন দেখেন।  

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর