শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

স্বপ্নে মাছ দেখার অর্থ কী?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

স্বপ্নে মাছ দেখার অর্থ কী?

কত কিছুই না স্বপ্নে দেখি আমরা। জাগ্রত অবস্থায় আমরা যেসব চিন্তাভাবনা করি তারই অবচেতন মনের প্রতিফলন এটি। সারাদিন যা নিয়ে চিন্তা করি, চোখের সামনে যা দেখি, তা আমাদের মনে প্রভাব ফেলে। ঘুমের মধ্যে অবচেতন মনে সেসবই প্রতিফলন ঘটে। 

তবে সবসময় যেন এমনটা হয় না। যা নিয়ে ভাবিনি তাও স্বপ্নে দেখি আমরা। স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অনেকেই। নির্দিষ্ট কিছু স্বপ্নে দেখার পেছনে কোনো বিশেষ অর্থ রয়েছে কিনা তা নিয়ে কৌতূহল জমে মনে। এই যেমন, স্বপ্নে মাছ দেখা। বিশেষজ্ঞদের মতে, এর অর্থ রয়েছে। কী সেটি? জানুন বিস্তারিত- 


বিজ্ঞাপন


fishস্বপ্ন বিশেষজ্ঞদের মতে, কেউ যদি স্বপ্নে স্বচ্ছ পানিতে মাছ সাঁতার কাটতে দেখেন তবে তা শুভ। সেই ব্যক্তির অর্থযোগ রয়েছে। কিংবা কোনো ক্ষমতা পেতে পারেন তিনি। বৃদ্ধি পেতে পারে তার কর্মক্ষেত্রে দায়িত্ব। 

পানির ওপর দিকে মাছ ভেসে বেড়াতে দেখার স্বপ্ন দেখলে সেই ব্যক্তির জীবন প্রেম, ভালোবাসা, সম্পত্তি বা সুখের আগমনের ইঙ্গিত রয়েছে। সাধারণত, পানিতে মাছ ঘুরে বেড়াতে দেখা ব্যক্তিগত জীবনে উন্নতির ইঙ্গিত দেয়। 

dreamস্বপ্নে মাছ খাওয়া দেখাও খুব শুভ কিছু ইঙ্গিত করে না। বরং জীবনের নানা ঝামেলার কথা বোঝায়। তবে আপনি যদি মাছ ধরার স্বপ্ন দেখেন তা শুভ লক্ষণ। চাকরি পাওয়া কিংবা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ইঙ্গিত দেয় এটি। 

কেউ যদি স্বপ্নে গভীর পানি কিংবা কাদা পানিতে মাছ ঘোরাঘুরি করতে দেখেন তবে তার অর্থ ভিন্ন। বিশেষজ্ঞদের মতে, এমন স্বপ্নের মানে, সেই ব্যক্তি বর্তমানে কোনো সমস্যার মধ্যে রয়েছেন। 


বিজ্ঞাপন


fishআর মৃত মাছের স্বপ্ন দেখার অর্থ জীবনে খারাপ কিছু ঘটতে পারে। তবে স্বপ্নের ব্যাখ্যা জেনে আনন্দিত বা চিন্তিত হওয়ার কিছু নেই। এগুলো সাধারণ অনুমান মাত্র। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর