পরিচিত একটি সবজি পটল। ভাজি থেকে শুরু করে তরকারি সবভাবেই এটি রান্না করা হয়। বাঙালির হেঁশেল ঘরে প্রায়ই এর দেখা মেলে। বিশেষত গরম কালে।
পটল আলুর তরকারি, পটল চিংড়ি, পটল পোস্ত, পটলের ডালনা, পটলের দোলমা, পটলের কোর্মা, পটল ভাজা সহ সবজিটির একাধিক পদ রয়েছে। কেবল স্বাদের জন্য নয়, শরীর সুস্থ রাখতেও নিয়মিত পটল খাওয়া উচিত। কেননা, একাধিক শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করে সস্তা এই সবজি।
বিজ্ঞাপন

পটলে নামমাত্র ক্যালোরি আর ফ্যাট রয়েছে। তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। দ্রুত ওজন কমাতে সাহায্য করে এই সবজি।
পটলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজম করতে সাহায্য করে। এর বীজ কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী।
বিজ্ঞাপন

ভিটামিন এ, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি পটল। এটি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
আরও পড়ুন- কচুর ইংরেজি কী? জানেন না বেশিরভাগ মানুষ
পটল পাতার রস দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে। এটি চুল পড়ার সমস্যা রোধ করে। নতুন চুল গজাতে সাহায্য করে।

সবমিলিয়ে বলা যায় ভীষণ উপকারি একটি সবজি পটল। কিন্তু আপনি কি জানেন পটলকে ইংরেজিতে কী বলে?
অনেকেই এটি জানেন না। পটলের ইংরেজি হলো Pointed Gourd। বাংলায় যার উচ্চারণ পয়েন্টেড গার্ড। সবজিটি ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পারওয়াল, পালওয়াল, পটোল বা পারমালিন নামেও পরিচিত।
এনএম

