শীত আসতেই দেখা দেয় ত্বকের রুক্ষতা। আর তাই ডিসেম্বরেই ড্রেসিং টেবিলে পোক্ত জায়গা করে নেয় কোল্ড ক্রিম। ত্বকের রুক্ষভাব দূর করতে এর বিকল্প নেই।
বাজারে যেসব কোল্ড ক্রিম পাওয়া যায়, সেগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখে। কিন্তু দীর্ঘদিন এসব কোল্ড ক্রিম মাখলে ত্বক কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেসঙ্গে হারাতে পারে ত্বকের জেল্লা।
বিজ্ঞাপন

বাজার থেকে কোল্ড ক্রিম না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে এই ক্রিম বানাতে পারেন। এতে ত্বক থাকবে কোমল। পাশাপাশি ঠিক থাকবে জেল্লাও।
আরও পড়ুন- শীতে টানটান ত্বক, কী করবেন?
যেসব উপাদান লাগবে
- নারকেল তেল
- ভিটামিন ই ক্যাপসুল
- বাদাম তেল
- শিয়া বাটার
চাইলে পছন্দের এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।

কীভাবে কোল্ড ক্রিম তৈরি করবেন?
একটি বড় পাত্রে পানি গরম করুন। এর ওপর আরও একটি পাত্র রাখুন। এই পাত্রে ১/২ কাপ বাদাম তেল আর ১/৪ কাপ নারকেল তেল দিন। সঙ্গে মেশান ২ চামচ শিয়া বাটার। মিশ্রণটি ভালো করে গলিয়ে নিন।
আরও পড়ুন- শীতকালে পা ফাটে, বাড়িতেই বানান ফুট ক্রিম
খেয়াল রাখবেন যেন তেলের মধ্যে পানি প্রবেশ না করে। এবার একটি চামচ দিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। উপকরণগুলো একে-অপরের সঙ্গে ভালো করে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন।

এবার তেলের মিশ্রণের মধ্যে ২টি ভিটামিন ই ক্যাপসুল কেটে ভেতরের তরলটা মিশিয়ে দিন। পাশাপাশি ২-৪ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েলও মিশিয়ে দিতে পারেন। মিশ্রণটি একটি চামচ দিয়ে ফেটিয়ে নিন।
এবার কাঁচের শিশিতে এই কোল্ড ক্রিম ভরে নিন। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। ত্বকে পুষ্টি জোগাবে এই ক্রিম। সঙ্গে বজায় রাখবে ত্বকের আর্দ্রতা। পুরো শীতজুড়ে এটি ব্যবহার করতে পারেন। ৪ মাস অব্দি এটি ব্যবহার করা যায়।
এনএম

