সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Winter Hair Care

শীতে ত্বকের যত্ন: চুল পড়া কমাতে কী করবেন? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

শীতে ত্বকের যত্ন, চুল পড়া কমাতে কী করবেন? 

আবহাওয়া বলছে, শীত প্রায় এলো বলে। জাঁকিয়ে না পড়লেও ইতোমধ্যে ঠান্ডার আমেজ মাখতে শুরু করেছে শহর আর গ্রামের মানুষ। জ্বর-ঠান্ডা সঙ্গী হচ্ছে অনেকেরই। শীত না আসতেই দেখা দিচ্ছে ত্বক আর চুলের নানা সমস্যা। 

শীতে চুল পড়ার পরিমাণ বেড়ে যায় অনেকখানি। একইসঙ্গে চুল হয়ে যায় রুক্ষ। দেখা দেয় খুসকির সমস্যা। তাই চুল ভালো রাখতে এখন থেকেই শুরু করতে হবে যত্ন নেওয়া। কীভাবে ভালো রাখবেন চুল? চলুন জানা যাক- 


বিজ্ঞাপন


winter2

স্বাস্থ্যকর খাবার খান

অনেকে ভাবেন কেবল প্রসাধনী ব্যবহার করলেই চুল ভালো থাকে। এটি চুলের যত্ন নেওয়ার একমাত্র পথ নয়। চুল ভালো রাখতে নজর দিতে হবে খাওয়াদাওয়াতেও। স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার খান। এতে চুল গোড়া থেকে শক্ত ও মজবুত হয়। কাঠবাদাম, কাজু, কুমড়োর বীজ ইত্যাদি রাখুন খাদ্যতালিকায়। চুলের গোড়া মজবুত করে এগুলো। 

তেল দিন


বিজ্ঞাপন


সারাবছর চুলে তেল দিন বা না দিন, শীতে শ্যাম্পু করার পর অবশ্যই চুলে তেল মাখুন। এতে চুল পুষ্টি পাবে। চুলের গোড়া মজবুত হবে। চুল পড়ার পরিমাণও কমবে। সেসঙ্গে বজায় থাকবে চুলের ঔজ্জ্বল্য।

winter3

গরম পানি নয় 

গরম পানি দিয়ে গোসল করলে চুল না ধোয়াই ভালো। কেননা গরম পানি চুলের সব আর্দ্রতা শোষণ করে নেয়। এজন্য আর্দ্রতা হারিয়ে চুল আরও বেশি রুক্ষ হয়ে পড়ে। তাই গরম পানি দিয়ে চুল ধুবেন না। 

কন্ডিশনার ব্যবহার করুন

অনেকেই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করেন না। শীতকালে এই কাজ করা চলবে না। কেননা শীতে চুলের আর্দ্রতা হারায়। তাই এসময় কন্ডিশনার ব্যবহার করা জরুরি। তাতে চুল খানিকটা হলেও নরম থাকবে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর