রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভিটামিন বি১২ এর ঘাটতি প্রভাব ফেলে ৫ অঙ্গে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

ভিটামিন বি১২ এর ঘাটতি প্রভাব ফেলে ৫ অঙ্গে 

দেহের প্রয়োজনীয় অপরিহার্য উপাদানগুলির মধ্যে অন্যতম একটি হলো ভিটামিন বি১২। পরিসংখ্যান অনুযায়ী, পাশের দেশ ভারতের প্রায় ৪৭ শতাংশ মানুষ এই ভিটামিনের অভাবে ভুগছে। আমাদের দেশেও এ সংখ্যা কম নয়। বিশেষ করা যারা নিরামিষ খাবার খান, তাদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়। 

ভিটামিন বি১২ এর প্রয়োজনীয়তা


বিজ্ঞাপন


ভিটামিন বি১২ দেহের যেসব কাজে লাগে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো- 


বিজ্ঞাপন


  • রক্তকণিকা ও স্নায়ুকোষের স্বাস্থ্য রক্ষা করা
  • ডিএনএ ও জিনগত উপাদান তৈরি
  • হাড় ভালো রাখা

b12

পাশাপাশি চুল, নখ ও ত্বক ভালো রাখতেও এই ভিটামিন দারুণ কার্যকর। দেহে ভিটামিন বি১২ এর অভাব হলে মানসিক অবসাদ দেখা দেয়। এই ভিটামিনের অভাবে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। 

কেন এই ভিটামিন শরীরের জন্য এত জরুরি? এর অভাবে কী কী সমস্যা দেখা দেয়। চলুন জানা যাক- 

চিন্তাশক্তি হ্রাস 

ভিটামিন বি১২-এর অভাব দেখা দিলে চিন্তাশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পেতে পারে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে জড়িত বিভিন্ন রোগ যেমন ডিমেনশিয়া, অ্যালঝাইমার্স, পার্কিনসন্সের সঙ্গে ভিটামিন বি১২-এর যোগ রয়েছে।

pain

স্নায়ুর সমস্যা

চিকিৎসকদের মতে, প্রতিদিন শরীরে ২ থেকে ৩ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২-এর প্রয়োজন পড়ে। এই স্বল্প পরিমাণ ভিটামিনের অভাবেই স্নায়ুর বড় রকম সমস্যা দেখা দিতে পারে। এই ভিটামিনের অভাবে মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যেতে পারে। যার ফলে বৃদ্ধ হওয়ার আগেই স্মৃতি দুর্বল হয়ে পড়তে পারে।

রক্তের ঘাটতি 

ভিটামিন বি ১২-এর অভাবে দেহে রক্তের ঘাটতি দেখা দেয়। ফলে ত্বক বিবর্ণ হতে শুরু করে। এছাড়া, ত্বকে শ্বেতি, চুলের রং বদল‌ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। 

pain2

পেটের সমস্যা 

ভিটামিন বি-১২ এর অভাবে পেটের সমস্যাও শুরু হতে পারে। এটি পেটে সংক্রমণ, প্রদাহের মতো সমস্যার পেছনে দায়ী। 

মুখে ঘা 

মুখে ঘা হলে অনেকেই ভিটামিন বি১২ খাওয়ার পরামর্শ দেন। এই লক্ষণ দেখলে বোঝা যায় শরীরে এই ভিটামিনের অভাব রয়েছে। মুখের ঘা থেকে শুরু করে মুখের ভেতর জ্বালাভাব সব কমাতে পারে ভিটামিন বি১২।

food

ভিটামিন বি১২ এর উৎস 

নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে। প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণ ভিটামিন বি১২ থাকে। এই ভিটামিনের পরিচিত কিছু উৎস হলো- ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস ও মেটে, সামুদ্রিক মাছ ইত্যাদি। প্রাণিজ প্রোটিনের মধ্যে রেড মিট, মুরগির মাংস, সামুদ্রিক মাছ, দুধ, দই, ছানা ইত্যাদিতে ভালো মাত্রায় এই ভিটামিন পাওয়া যায়।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর