রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Parineeti Wedding

পরিণীতির বিয়ের সাজ যেমন ছিল 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

Parineeti Wedding
ছবি: সম্পাদিত

গতকালকের দিনটি ছিল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জীবনে অন্যতম বিশেষ একটি দিন। আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি। রাজস্থানের উদয়পুরে পিচোলা হ্রদের ধারে আয়োজন করা হয়েছিল বিয়ের। সেখানেই চারহাত এক করলেন এই নবদম্পতি। 

অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই উদগ্রীব হয়ে অপেক্ষায় ছিলেন বিয়ের সাজে পরিণীতিকে দেখার জন্য। তবে কাল আর সেই অপেক্ষার প্রহর ফুরায়নি। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কিছু ছবি শেয়ার করেছেন রাঘব-পরিণীতি। তাতেই দেখা মিলল কনের সাজের। 


বিজ্ঞাপন


pariniti2

মণীশ মলহোত্রার তৈরি করা পোশাকে সেজেছিলেন পরিণীতি। অন্যদিকে রাঘব সেজেছেন পোশাকশিল্পী পবন সচদেবের পোশাকে। অন্যান্য সেলিব্রেটির সঙ্গে টক্কর দেওয়ার মতো ভিন্ন কোনো সাজ দেখা যায়নি পরিণীতির মধ্যে। সাধারণভাবেই সেজেছেন তিনি।

তবে ভিন্ন ছিল তার ওড়না। এতে সোনালি ভেইলের পিছনে দেবনগরি হরফে লেখা ‘রাঘব’। এই ওড়নার কারুকাজ পুরোটাই হাতে করা। ‘বদলা’ কারুকাজ দিয়ে বোনা হয়েছে রাঘবের নাম।

pariniti3


বিজ্ঞাপন


বিয়েতে পরিণীতি পরেছেন সোনালি-আইভরি লেহেঙ্গা। লেহেঙ্গা জুড়ে ছিল সিরোস্কি স্টোনের কারুকাজ। গয়না হিসেবে গলায় পরেছেন হীরা, পান্নাসহ অন্যান্য পাথরের মিশেলে তৈরি চওড়া নেকপিস। ৫ লেয়ারের এই লেকলেস গলা থেকে বুকের কাছাকাছি পুরোটাই কভার করেছিল। 

পরিণীতি মাথায় স্টোনের টিকলি। কানে কানপাশা। কিয়ারার মতোই গোলাপি লঙের চূড়ায় সেজেছেন নায়িকা। তার সঙ্গে ছিল হীরার মোটা চুড়ি, হাতপদ্ম আর কলিরে। কলিরেতেও আহামরি কোনো চমক মেলেনি। 

pariniti5

খোঁপা নয়, আলিয়া ভাটের কনেসাজের কায়দায় খোলা চুলেই বিয়ে করেছেন পরিণীতি। একদম হালকা মেকআপে সেজেছেন তিনি। ছিমছামভাবেই নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। 

নববধূর সাজে খুব বেশি চমক ছিল না। আলিয়া আর কিয়ারা আডবাণীর কনেসাজের ছোঁয়া যেন দেখা গেল তার সাজে। আলিয়ার সোনালি শাড়ি আর কিয়ারার গোলাপি লেহঙ্গা মিলেমিশে যেন তৈরি হলো পরিণীতির সাজ। এমনটাই বলছেন অনেক ভক্ত অনুরাগীরা। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর