বিয়ের দিনটি যেকোনো নারীর জন্যই অন্যরকম বিশেষ একটি দিন। নিজেকে সুন্দর দেখানোর পুরো আয়োজন যেন করা হয় এদিন। শাড়ি থেকে শুরু করে গয়না, কপালের টিপ থেকে শুরু করে পায়ের জুতা— সব মনমতো হওয়া চাই।
সাম্প্রতিক সময়ে কনের পোশাক আর সাজসজ্জার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হাতব্যাগও। মানানসই একটি ব্যাগ যেন নতুন বউয়ের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকখানি। কেউ বেছে নেয় স্লিং ব্যাগ, কারো পছন্দ বটুয়া। সবমিলিয়ে হাতব্যাগ বর্তমানে বিয়ের সাজসজ্জায় পুরোদস্তুর ফ্যাশনের উপকরণ হয়ে উঠেছে।
বিজ্ঞাপন

বটুয়া ব্যাগ
বিয়ের সাজে নারীদের পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে বটুয়া ব্যাগ। সাজে ভিন্ন মাত্রা এনে দেয় এই ধরনের ব্যাগ। তসরের কাপড়ের উপর কাঁথা স্টিচের কাজ করা বটুয়া অথবা জারদৌসি বটুয়া বিয়ের সাজকে অন্যরকম মাত্রায় নিয়ে যায়। একটু ভারী কাজের বটুয়া বেছে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন তা যেন পোশাকের রঙ আর ধরনের সঙ্গে মানানসই হয়।

বিজ্ঞাপন
স্লিং ব্যাগ
বটুয়ার পাশাপাশি বিশেষ দিনটিতে সঙ্গী করতে পারেন স্লিং ব্যাগ। সরু চেনের ছোট স্লিং ব্যাগ দারুণ লাগবে। তাছাড়া এই ব্যাগে যেমন পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, তেমনই সাজকেও রাখে পরিপাটি।

ক্লাচ
রিসেপশনের দিন এলিগেন্ট লুক চাইলে হাতে রাখুন ক্লাচ। তবে খেয়াল রাখবেন ক্লাচ সঙ্গে থাকলে, একটি হাত সবসময় ভর্তি থাকবে। ব্যাপারটি স্বস্তিদায়ক হবে কি না আগেই ভাবুন। নয়তো এই পরিকল্পনা বাদ দিন।

ট্রেন্ডি পার্স
বৌভাতের দিন হাতে রাখতে পারেন ট্রেন্ডি পার্স। সাধারণ অথবা গ্লিটার, যেকোনো ধরনের ট্রেন্ডি পার্সেই বিয়ে বাড়িতে নজর কাড়তে পারেন আপনি।
ব্যাগ যেমনই হোক তা যেন গায়ের পোশাক আর মেকআপের সঙ্গে মানানসই হয় সেদিকে খেয়াল রাখুন। নয়তো হাতব্যাগের কারণেই পুরো লুক নষ্ট হতে পারে।

