শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঘুমের মধ্যে হঠাৎ ঘামছেন, কিডনি ক্যানসার নয়তো? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

ঘুমের মধ্যে হঠাৎ ঘামছেন, কিডনি ক্যানসার নয়তো? 

অনেকে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে থেকেও ঘামাতে থাকেন। আবার নির্দিষ্ট বয়সের পর ঘুমের মধ্যে নারীরা ঘুমের মধ্যে হঠাৎ ঘেমে যান। ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে আসার সময়ে এমনটা হয়। তবে এই ঘামার সঙ্গে যে ক্যানসারের সংযোগ রয়েছে তা অনেকেও জানেন না। 

চিকিৎসকের মতে, মূত্রের সঙ্গে রক্ত বেরিয়ে আসা, ব্যথা বা যন্ত্রণা হওয়া ইত্যাদি কিডনি ক্যানসারের লক্ষণ। চিকিৎসার পরিভাষায় মূত্রে রক্তের উপস্থিতিকে ‘হেমাচুরিয়া’ বলা হয়। এর সঙ্গে ঘাম হওয়া, জ্বর আসা ইত্যাদি এই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণ হতে পারে। 


বিজ্ঞাপন


kidney

কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

পিঠের নীচের দিকে কিংবা কোমরের কাছে কোনো শক্ত দলা অনুভব করলে সতর্ক হোন। কখনও কখনও এটি পাঁজরের নীচেও হতে দেখা যায়।

বুকের পাঁজরের নীচ থেকে কোমর পর্যন্ত অসহ্য ব্যথা যন্ত্রণা হওয়া কিডনি ক্যানসারের লক্ষণ। 


বিজ্ঞাপন


kidney

দেখা দিতে পারে ক্ষুধামন্দা। খাবার খাওয়ার ইচ্ছে একেবারেই চলে গেলে সেটি ক্যানসারের কারণ হতে পারে। 

কোনো কসরত ছাড়াই অস্বাভাবিকভাবে ওজন কমে যেতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকুন। 

অল্পতেই পরিশ্রান্ত হয়ে পড়াও কিডনির ক্যানসারের লক্ষণ হতে পারে।

kidney

চিকিৎসকদের মতে, ইংল্যান্ডে প্রতি বছর গড়ে প্রায় ১৩ হাজার মানুষ আক্রান্ত হন। এই রোগে মৃত্যুর হারও নেহাত কম নয়। পাশের দেশ ভারতেও রেনাল ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যাটা ভয় পাওয়ার মতোই। তবে অন্যান্য ক্যানসারের মতোই সঠিক সময়ে ধরা পড়লে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব। 

ক্যানসারের ধরন ও পর্যায়ের উপর চিকিৎসার ধরন নির্ভর করে। কারো কারো ক্ষেত্রে শুধু ওষুধ, রেডিয়োথেরাপি এবং কেমোথেরাপিতেই কাজ চলে যায়। আবার কারো ক্ষেত্রে অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়ে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর