মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিল আদায়ে সিদ্ধান্ত নেবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০২:১২ পিএম

শেয়ার করুন:

বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিল আদায়ে সিদ্ধান্ত নেবে সরকার

দেশের ১৩টি জেলায় ৭০টি বিহারি ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ আপাতত থাকবে। তবে দুশো কোটি টাকার বেশি বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (৩১ আগস্ট) এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিহারি ক্যাম্পে বিদ্যুৎ বিল বকেয়া ২২৮ কোটি টাকা

এর আগে ১৯৭৩ সাল থেকে ১৯৭৬ পর্যন্ত রেডক্রস বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিল পরিশোধ করে। এরপর ২০১৬ সাল পর্যন্ত সরকার সেই বিল আদায় করে। ২০১৭ সালে সরকার সিদ্ধান্ত নেয় বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিল আর দেবে না।

পরে বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করেন বিহারি নেতারা। ২০১৮ সালে হাইকোর্ট থেকে তারা রুল নেন এবং বিদ্যুৎ সংযোগ যেমন আছে তেমনই থাকবে বলে স্থিতাবস্থা দেন হাইকোর্ট। 

আরও পড়ুন: ক্যাম্পে বিদ্যুৎ অপচয়ের হিড়িক, বিল যাচ্ছে বিহারি নেতাদের পকেটে


বিজ্ঞাপন


আজ সেই রুল খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। রায়ে হাইকোর্ট সাময়িক ইলেক্ট্রনিক প্রিপেইড মিটার সংযোগ করে দেওয়ার নির্দেশ দেন। মিটার হয়ে গেলে বিল দেবে ক্যাম্প। আর ক্যাম্পগুলোর কাছে পাওনা দুশো কোটি টাকার বেশি বকেয়া কীভাবে আদায় করবে সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান হাইকোর্ট।

এআইএম/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর