শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

রিট খারিজ, সংসদ নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

রিট খারিজ, সংসদ নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়।


বিজ্ঞাপন


তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন রিটকারী আইনজীবী।

আরও পড়ুন

সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনঃতফসিল চেয়ে রিট

বর্তমানে জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল এবং ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়। গত ২৯ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সাত জনকে বিবাদী করা হয়।

গত ৪ ডিসেম্বর তফসিল স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন

রাষ্ট্রপতি নিয়োগের রিভিউ খারিজ, আইনজীবীর লাখ টাকা জরিমানা বহাল

সেদিন রিটের পক্ষে আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর