রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানবন্দরে কর্মীদের সপাটে পেটালেন সেনা কর্মকর্তা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

Beat
ছবিতে বামে বিমানসংস্থার কর্মীদের পেটাচ্ছেন সেনা কর্মকর্তা, ডানে আহত এক কর্মীর অবস্থা।

ক্ষমতা জাহির করলেন সেনা কর্মকর্তা। বিমানবন্দরের ভেতরেই একটি বিমান সংস্থায় দায়িত্বরত কর্মীদের সপাটে পেটালেন। তার মার খেয়ে কারও নাক ফেটেছে, কেউ বা মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। 

এমনই এক ঘটনা ঘটেছে ভারতের শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই ঘটনার একটি ভিডিও রোববার (৩ আগস্ট) ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যে কারণে বাড়ছে ট্রাম্প-মোদির দূরত্ব!

ভাইরাল ভিডিওতে দেখা যায়, লাল গেঞ্জি ও নীল রঙের জিন্স পরিহিত ওই সেনা কর্মকর্তা বিমানবন্দরে থাকা প্ল্যাকার্ড জাতীয় কিছু একটা দিয়ে বিমানসংস্থা স্পাইটজেটের কর্মীদের সমানে পেটাচ্ছেন। কিছুতেই তাকে সংবরণ করা যাচ্ছে না। 

আরও পড়ুন: খেলনার মতো ভেঙে পড়া এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে না ভারত!

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন জানাচ্ছে, ঘটনাটি গত ২৬ জুলাইয়ের। যদিও ওই সেনা কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি প্রতিবেদনে। কিন্তু কেন তিনি ওভাবে পেটালেন বিমানের কর্মীদের?


বিজ্ঞাপন


এনডিটিভি জানাচ্ছে, মারধরের সূত্রপাত হয় নির্দিষ্ট ওজনের চেয়ে বাড়তি ওজনের ব্যাগ নিয়ে।

india-spice-je

স্পাইসজেট এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি ঘটে শ্রীনগর থেকে দিল্লিগামী ফ্লাইট এসজি-৩৮৬ এর বোর্ডিং গেটে। সেনা কর্মকর্তা ওই যাত্রী দুটি ক্যাবিন ব্যাগ নিয়ে আসেন। যেগুলোর ওজন ছিল ১৬ কেজি। যা অনুমোদিত ৭ কেজির চেয়ে দ্বিগুণেরও বেশি। 

আরও পড়ুন: গৃহকর্মী ধর্ষণকাণ্ডে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

বাড়তি ওজনের ব্যাগ আনায় ওই যাত্রীকে নিয়ম অনুযায়ী বাড়তি চার্জ দিতে বলা হয়। কিন্তু তিনি বাড়তি চার্জ দিতে অস্বীকৃতি জানান এবং জোর করে এরোব্রিজে প্রবেশ করেন। এতে তিনি এভিয়েশনের নিরাপত্তা প্রটোকল ভঙ্গ করেন। 

এরপর ওই যাত্রীকে সিআইএসএফের নিরাপত্তাকর্মীরা বোর্ডিং গেটে ফিরিয়ে আনেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। কর্মীদের সমানে পেটানো শুরু করেন। এতে অন্তত চার কর্মী আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ভারতকে ক্ষেপিয়ে পাকিস্তানের দিকে কেন ঝুঁকছেন ট্রাম্প?

ঘটনার পর স্পাইসজেট থানায় একটি এফআইআর দায়ের করে। এছাড়া তদন্তকারী সংস্থাকে সিসিটিভি ফুটেজও সরবরাহ করেছে তারা। সঙ্গে দেশটির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগও দিয়েছে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর