রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গৃহকর্মী ধর্ষণকাণ্ডে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

গৃহকর্মী ধর্ষণকাণ্ডে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের দক্ষিণী রাজ্য কর্নাটকের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। প্রজ্জ্বল ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি এবং বর্তমানে দেশটির ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচডি কুমারস্বামীর ভাগ্নে। 

শনিবার (০২ আগস্ট) বিচারক সন্তোষ গজানন ভাটের সভাপতিত্বে গঠিত সাংসদ-বিধায়কদের জন্য বিশেষ আদালত এই রায় দিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১১ লাখ রুপি জরিমানাও করেছেন আদালত। 


বিজ্ঞাপন


এরআগে শুক্রবার (০১ আগস্ট) ৪৮ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩৪ বছর বয়সী রেভান্নাকে দোষী সাব্যস্ত করা হয়।

অভিযোগ রয়েছে, কর্নাটকের হাসান জেলার হোলেনরাসিপুরায় রেভান্না পরিবারের খামারবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করা ওই নারীকে ২০২১ সাল থেকে ধর্ষণ করে আসছেন প্রজ্বল। একই সঙ্গে ধর্ষণের ভিডিও রেকর্ড করে এবং এ বিষয়ে কাউকে জানালে ভিডিও প্রকাশ করার হুমকি দিয়েছিলেন। 

এদিকে সাজা ঘোষণার আগে প্রজ্বল রেভান্না কান্নায় ভেঙে পড়েন এবং আদালতের দোষী সাব্যস্ত হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমার একটি পরিবার আছে, আমি ছয় মাস ধরে আমার মা এবং বাবাকে দেখিনি.....দয়া করে আমাকে কম শাস্তি দিন এটাই আমি আদালতের কাছে অনুরোধ করছি।’ তবে তার আবেদনে কর্ণপাত করেনি বিচারক। 

এরআগে ২০২৪ সালের ২৬ এপ্রিল হাসানে লোকসভা নির্বাচনের আগে একাধিক নারীকে যৌন নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। কিছু ভিডিওতে রেভান্নাকে মহিলাদের ওপর যৌন নির্যাতন করতেও দেখা যায়। 


বিজ্ঞাপন


ভিডিওগুলো প্রকাশের পরপরই জার্মানি পালিয়ে যান রেভান্না এবং তার দল জেডিএস তাকে বরখাস্ত করে। পরে গত বছরের ৩১ মে জার্মানি থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর পর রেভান্নাকে গ্রেফতার করে পুলিশ। 

সূত্র: এনডিটিভি

 

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর