চলতি বছরে প্রথম সাত মাসেই মাদক চোরাচালান, হত্যাসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত শতাধিক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সর্বশেষ বৃহস্পতিবার (১০ জুলাই) মাদক চোরাচালানের মামলায় দোষী সাব্যস্ত দুই ইথিওপিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খলিল কাসিম মুহাম্মদ ওমর এবং মুরাদ ইয়াকুব আদম সিয়ো নামের ইথিওপীয় দুই নাগরিক হাশিশ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।’
বিজ্ঞাপন
ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সৌদিতে কমপক্ষে ১০১ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এএফপি বলছে, চলতি বছরের সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১৮৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ৮৮ জন সৌদি নাগরিক। যদিও ২০২৪ সালের নভেম্বরের পর দেশটিতে বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১০০ ছাড়ায়, যা সৌদি আরবকে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর তালিকায় র্শীষ পর্যায়ে নিয়ে গেছে।
২০২৪ সালে অন্তত ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। আর ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৭০ এবং ২০২২ সালে ছিল ১৯৬।
বিজ্ঞাপন
এদিকে দেশটির ক্রমবর্ধমান সর্বোচ্চ শাস্তি কার্যকরের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্রমবর্ধমান হার বৃদ্ধিকে ‘চরম অমানবিক এবং অন্যায্য বিচার প্রক্রিয়ার ফলাফল’ বলে অভিহিত করেছে।
সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে
-এমএইচআর

