শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

২০২৬ সালের রোজার তারিখ জানাল আমিরাত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

২০২৬ সালের রোজা কবে শুরু হবে জানাল আমিরাত

পবিত্র রমজান মাসের আগমন প্রতিবারই মুসলিম বিশ্বের জন্য এক অপার আত্মিক প্রশান্তির বার্তা বয়ে আনে। ২০২৬ সালের রোজা কবে শুরু হবে—এই প্রশ্নের উত্তর জানাল আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা।

২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় নতুন চাঁদ দেখা যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


এ কারণে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি রাতে চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে। তবে শেষ সিদ্ধান্ত নির্ভর করবে দেশটির ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ওপর।

আরও পড়ুন: পবিত্র রমজানের মর্যাদা ও বিশেষত্ব

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা তাদের বিবৃতিতে বলেছে, ‘যেহেতু ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান অনুকূল থাকবে, তাই ১৮ ফেব্রুয়ারিতেই রমজান শুরুর ঘোষণা আসার সম্ভাবনা জোরালো।’

তবে চাঁদ দেখার বিষয়টি দেশে দেশে আলাদাভাবে অনুসন্ধান ও ঘোষণা করা হয়, তাই রমজান শুরু হওয়ার তারিখ বিভিন্ন দেশে একদিন এদিক-সেদিক হতে পারে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, চাঁদ দেখার ক্ষেত্রে সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েতের মতো দেশগুলো জ্যোতির্বিজ্ঞানকে গুরুত্ব দিলেও, বাংলাদেশের মতো দেশগুলো চোখে চাঁদ দেখাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করে। ফলে রমজান কখন শুরু হবে, তা দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে।

আরও পড়ুন: রমজানে ১৩ আমলের ফজিলত সবচেয়ে বেশি

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ। এ মাসেই নাজিল হয়েছিল কোরআন, আর এর শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর বা শবে কদর—যা হাজার মাসের চেয়ে উত্তম। রমজান শেষে উদযাপিত হয় ঈদুল ফিতর, যা আনন্দ, একতা ও খুশির অনন্য উৎসব হিসেবে সারা মুসলিম বিশ্বে পালিত হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর