মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোনালাপের পর তেহরানে নতুন করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের স্থানীয় সময় সকাল ৭টা ৬ মিনিটে একটি এবং ১০ টা ২৫ মিনিটে আরও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
বিজ্ঞাপন
এতে দাবি করা হয়, পাল্টা প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েল তেহরানের কাছে একটি ‘রাডার অ্যারে’তে আঘাত করেছে। কিন্তু এর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তিনি ফোন করার পর ইসরায়েল আর ইরানে হামলা করা থেকে নিজেকে বিরত রেখেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপের সময় ট্রাম্প ইসরায়েলের ব্যাপক প্রশংসা করে বলেছেন তারা ‘যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির স্থিতিশীলতার বিষয়েও তার আস্থা প্রকাশ করেছেন’।
বিজ্ঞাপন
এদিকে ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ইসনা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মাজান্দারান প্রদেশের বাবোলসার শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এরআগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’।
মঙ্গলবার (২৪ জুন) ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত। আমি নিশ্চিত না, তারা ইচ্ছা করেই করেছে কিনা। তারা নিজেদের লোকজনকে থামাতে পারেনি।’
তার আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে একটি সতর্কবার্তা দেন। তিনি লিখেছেন, ‘ইসরায়েল। বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই!’
সূত্র: বিবিসি
এমএইচআর

