রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও করবে না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও করবে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। তিনি বলেন ‘ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না’।

মঙ্গলবার (২৪ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপের সময় তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী সরকার এবং তার সমর্থকরা ইরানিদের মধ্যে অসন্তোষ তৈরি করার আশা করেছিল। তবে ইরানের মানুষ আবারো দেখিয়েছে, কিছু সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।’

তিনি আরও বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে এই ভুল বিশ্বাসে যে তেহরানের প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা নেই এবং কয়েক দিনের মধ্যেই আত্মসমর্পণ করবে। তারা ইরানি জনগণকে অসন্তোষ উস্কে দেওয়া এবং সংগঠিত করার ওপরও নির্ভর করেছিল।’ 

পেজেশকিয়ান বলেন, ‘যখন ইহুদিবাদী শাসন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তখন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-বিরোধী অপরাধে অংশগ্রহণ করে এবং সমস্ত আন্তর্জাতিক নিয়মের বিপরীতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে।’

তিনি জোর দিয়ে বলেন, ইরান তার প্রতিবেশী এবং আঞ্চলিক দেশকে বন্ধু-ভাই হিসেবে দেখে। তাদের সঙ্গে সম্পর্ক এবং সহযোগিতা আরও গভীর ও শক্তিশালী করার চেষ্টা করে।


বিজ্ঞাপন


কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের অপরাধের জবাব দিতে বাধ্য করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর অর্থ এই নয় যে ইরান কাতারের সরকার এবং জনগণের সঙ্গে সংঘাতে লিপ্ত।

সূত্র: তাসনিম নিউজ

এমএইচআর 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর