শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির আরও একজন পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। 

কাতার সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা ইসরায়েলি সংবাদমাধ্যমের এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বা ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য  করেনি।


বিজ্ঞাপন


এদিকে ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, তেহরানের গিশা এলাকায় চালানো এই ড্রোন হামলায় একজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

গত ১৩ জুন ইরানে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের বেশ কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চায় নেতানিয়াহুর সরকার। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইসরায়েলের এই সামরিক অভিযানে ইরানের কমপক্ষে ১৪ জন শীর্ষ বিজ্ঞানী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন— ইরানের ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ফেরেইদুন আব্বাসি।


এমএইচআর


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর