শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, ইরানের স্পষ্ট বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইরান কখনই তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও এর সক্ষমতা নিয়ে কোনো ধরনের আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার ভাষায়, এ বিষয়টি আলোচনার ঊর্ধ্বে। 
শনিবার ইউরোপীয় পক্ষের সঙ্গে দেখা করার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

শুক্রবার (২০ জুন) ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


প্রতিবেদন অনুযায়ী, আরাঘচি শুক্রবার আইআরআইবি-র সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, আমেরিকানরা এখন পর্যন্ত ইরানের সঙ্গে গুরুতর আলোচনার আহ্বান জানিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে, ইরান তাদের সঙ্গে কথা বলবে না। কারণ তারা ইসরায়েলি সরকারের ক্রমবর্ধমান অপরাধের সহযোগী।

এদিকে, আরাঘচি বলেছেন শনিবার তিনি ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যসহ ইইউ ত্রয়ী দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। কারণ তারা (ইউরোপীয়রা) দ্বিপাক্ষিক আলোচনার জন্য অনুরোধ করেছে।

তিনি আরও বলেন যে, এখন পর্যন্ত সবাই ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি বুঝতে পেরেছে। ইরান কোনোভাবেই তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে আলোচনায় রাজি হবে না।

তিনি জানান, রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া এবং কাউন্সিলের আরও কিছু সদস্যের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বৈঠক করবে। সেই বৈঠকের প্রধান এজেন্ডা ইরানের ওপর ইসরায়েলের আগ্রাসন ও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার।


বিজ্ঞাপন


এদিকে শুক্রবার সকালে ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছাকাছি এলাকায় আগুন ধরে যায়। এতে সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, ইরান আবারও গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তারা এর আগের দিন জানিয়েছিলেন, এই প্রযুক্তি পার্ক লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছিল।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর