শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানি হামলায় গৃহহীন ৮ হাজারের বেশি ইসরায়েলি 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

ইরানি হামলায় গৃহহীন ৮ হাজারের বেশি ইসরায়েলি 
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের বাড়ি। ছবি: রয়টার্স

চলমান সংঘাতে গত এক সপ্তাহে ইসরায়েলজুড়ে ইরানের প্রতিশোধমূলক হামলায় আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আট হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছেন, এরমধ্যে অধিকাংশই রাজধানী তেল আবিবের বাসিন্দা। খবর আলাজাজিরার। 

শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


ইসরায়েলি সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যেই ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন বা যানবাহনের ক্ষতিপূরণের জন্য প্রায় ৩০ হাজার আবেদন জমা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানায়, ইরানের হামলায় ইসরায়েলের বহু মানুষ হতাহত হয়েছে এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এসব তথ্য গোপন রাখতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

 


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সরকারি দফতর ও গোয়েন্দা সংস্থাগুলো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ গোপন রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছবি বা তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে।

তাসনিমের দাবি, আল-কুদস (জেরুজালেম), তেল আবিবসহ বেশ কয়েকটি দখলকৃত শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে বহু ভবন ও অবকাঠামো ধ্বংস হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও দাবি করে, ইরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এমনকি কিছু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিজের ভূখণ্ডেই ভেঙে পড়েছে, যেগুলোর কারণে শহরগুলোতে বাড়তি ক্ষয়ক্ষতি হয়েছে।


এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর