ইসরায়েলের সঙ্গে সংঘাত যখন চরমে তখন ছয় হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বিশ্বকে চমকে দিলো ইরান। বিশ্লেষকরা মনে করছেন, এই উৎক্ষেপণের মাধ্যমে আমেরিকাকে একটি শক্ত বার্তা দিতে চেয়েছে তেহরান। যদিও এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল নয়। সবচেয়ে দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়ার দখলে। যার সর্বোচ্চ পাল্লা প্রায় ১৮ হাজার কিলোমিটার।
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কী
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হলো এমন একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ৫,৫০০ কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরত্বে আঘাত হানতে পারে—এমনকি এক মহাদেশ থেকে আরেক মহাদেশেও। সাধারণত এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।

পাল্লা: কমপক্ষে ৫,৫০০ কিমি। কিছু ক্ষেপণাস্ত্র ১৫ হাজার–১৮ হাজার কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
পৃথিবীর সবচেয়ে দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কোনটি?
বিজ্ঞাপন
পৃথিবীর সবচেয়ে দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নাম আরএস-২৮ সারমাট। যা রাশিয়ার তৈরি। যা ন্যাটো কোডনেমে তৈরি। এর সর্বোচ্চ পাল্লা প্রায় ১৮ হাজার কিলোমিটার

কেন এটি সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র?
আরএস-২৮ সারমাট একটি সুপার-হেভি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা পৃথিবীর যেকোনো প্রান্তে পারমাণবিক আঘাত হানতে সক্ষম।
আরও পড়ুন: ইরানের পারমাণবিক চুল্লি কতটা সুরক্ষিত?
এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড (MIRV) বহন করতে পারে—১০–১৫টি আলাদা লক্ষ্যবস্তুকে একসঙ্গে আঘাত হানতে পারে।
স্টেলথ বৈশিষ্ট্য, প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার সক্ষমতা ও রুট পরিবর্তনের ক্ষমতা রয়েছে।
এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে ঠেকাতে না পারে।

ইসরায়েলে দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে আবারও ভয়ঙ্কর মোড়! ইরান এবার ছুড়েছে ৬০০০ কিলোমিটার পাল্লার একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ছিল ইসরায়েল।
যদিও ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে কিনা সে বিষয়ে দুই দেশ থেকেই পরস্পরবিরোধী তথ্য আসছে, তবে এই হামলা গোটা মধ্যপ্রাচ্যকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।
ইরান থেকে ইসরায়েলের দূরত্ব মাত্র ১৫০০ কিমি, কিন্তু এরচেয়েও চার গুণ বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান একটি বার্তা দিতে চেয়েছে।

ক্ষেপণাস্ত্র কেন এত ভয়াল মারণাস্ত্র?
বর্তমান সময়ের যুদ্ধের ময়দান আর শুধু সৈন্য আর ট্যাংকের লড়াই নয়। আজকের যুদ্ধ প্রযুক্তির, গতির, এবং দূরত্বের—যেখানে সবচেয়ে ভয়াল মারণাস্ত্রের নাম ক্ষেপণাস্ত্র।
মাত্র কয়েক মিনিটে শত শত কিলোমিটার দূরের শহর গুঁড়িয়ে দিতে সক্ষম এই অস্ত্র যুদ্ধের ধারাই পাল্টে দিয়েছে। কিন্তু কেন ক্ষেপণাস্ত্র এত ভয়াল এবং ভয়ঙ্কর?
আরও পড়ুন: ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কত?
ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে হয় না। এক দেশ থেকে আরেক মহাদেশে বসে অন্য দেশের সামরিক ঘাঁটি বা শহরে আঘাত হানা যায়।
যেমন-আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১০ হাজারেরও বেশি কিমি দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে।
দূরত্ব মানেই নিরাপদ নয় এই বার্তাই দেয় ক্ষেপণাস্ত্র।
এজেড

