রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কেউ জানে না আমি কী করতে যাচ্ছি’, ইরানে হামলার ‍বিষয়ে ট্রাম্প  

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

‘কেউ জানে না আমি কী করতে যাচ্ছি’, ইরানে হামলা ‍বিষয়ে ট্রাম্প  

যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি এটা করতে পারি, হয়তো নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’

বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের এসব কথা বলেন।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কাছাকাছি এগিয়ে যাচ্ছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি তা বলতে পারি না... ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন।’ কিন্তু তিনি মনে করেন ‘আলোচনার জন্য অনেক দেরি হয়ে গেছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাকে এটা বলতে পারি- ইরান অনেক সমস্যায় পড়েছে, তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, কেন তারা এতো মৃত্যু এবং ধ্বংসের আগে আমার সঙ্গে আলোচনা করেননি। এখন এবং এক সপ্তাহ আগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’ তবে ইরানের পক্ষ থেকে কী ধরনের যোগাযোগ করা হয়েছে সেবিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।  

ট্রাম্প আরও বলেন, তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।


বিজ্ঞাপন


এরআগে গতকাল মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন ট্রাম্প।  

এমন প্রেক্ষাপটে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যেকোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর