রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, ‘ইসরায়েলের গুন্ডামি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষা করা সম্পূর্ণ স্বাভাবিক, ন্যায়সঙ্গত এবং বৈধ।’

বুধবার (১৮ জুন) রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির সংসদীয় গ্রুপের বৈঠকে এ কথা বলেন  এরদোয়ান। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।   


বিজ্ঞাপন


ইরান এবং এই অঞ্চলে তার মিত্রদের লক্ষ্য করে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা নিন্দা করে এরদোয়ান বলেন, ‘নেতানিয়াহু গণহত্যায় হিটলারের চেয়ে অনেক আগেই এগিয়ে গেছেন। আমরা আশা করি তাদের পরিনতি একই রকম হবে না।’

তিনি আরও বলেন, ‘গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং আমাদের প্রতিবেশী ইরানের বিরুদ্ধে এই অমানবিক আগ্রাসন বন্ধ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’

এরদোয়ান ইসরায়েলের কর্মকাণ্ডের মানবিক ক্ষতির ওপরও জোর দিয়ে সতর্ক করে বলেন, ‘গণহত্যায় বেসামরিক নাগরিক, খুন হওয়া নারী ও শিশুদের রক্ত কেবল ইসরায়েলের অহংকারকে সমর্থনকারীদের হাত ও মুখেই নয় বরং যারা নীরব থাকে তাদের গায়েও লেগে আছে।’


বিজ্ঞাপন


আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানে ইসরায়েলের সন্ত্রাসী হামলার ওপর নিবিড় পর্যবেক্ষণ করছে তুরস্ক। আমাদের সমস্ত প্রতিষ্ঠান তুরস্কের ওপর এই হামলার সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক রয়েছে।’

এরদোয়ান আরও বলেন, ‘আমরা প্রতিটি সম্ভাব্য নেতিবাচক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি এবং নিচ্ছি।’

মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার প্রতি বিশ্বব্যাপী নিষ্ক্রিয়তারও নিন্দা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘চোখের সামনে পরিচালিত আগ্রাসন দেখেও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্রগুলো নীরব থাকে, এমনকি কেউ কেউ এই গুন্ডামি কর্মকাণ্ডকে সমর্থন করে।’

সংঘাতের বৃহত্তর আঞ্চলিক প্রভাবের দিকে ইঙ্গিত করে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা বিশ্ব এবং মানবতার জন্য অপরিহার্য। আমাদের প্রতিবেশী ইরানসহ আমাদের অঞ্চলের সকল দেশকে এই ঘটনাগুলো থেকে প্রয়োজনীয় শিক্ষা নিতে হবে।’


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর