রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লড়াই চলবে, মাথা নত করবে না ইরান: জাতির উদ্দেশে খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

লড়াই চলবে, মাথা নত করবে না ইরান: জাতির উদ্দেশে খামেনি

ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের পাশাপাশি চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও ইরান দৃঢ়ভাবে দাঁড়াবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ‘ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ, ইরানিরা আত্মসমর্পণকারী নয়।’

বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান, খামেনি নিজে নন।


বিজ্ঞাপন


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন। এমন প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘এই জাতি কারও চাপের কাছে আত্মসমর্পণ করবে না।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে, তারা বোঝে— ইরানিদের সঙ্গে হুমকির ভাষায় কথা বললে কোনো ফল হয় না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন। এমন প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, ইরানিরা আত্মসমর্পণকারী নয়।


বিজ্ঞাপন


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, ‘আমেরিকানদের জানা উচিত, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক হস্তক্ষেপ করে, তার পরিণতি হবে অপূরণীয়।’

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর