ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ২৪২ যাত্রীসহ লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন বলে জানিয়েছে ভারতীয় এই এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিবিসি বাংলা জানায়, বিমান দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তার মনে হয়েছিল যেন ভূমিকম্প হলো।

সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আমি ঘরেই বসেছিলাম। হঠাৎ প্রচন্ড একটা শব্দ হলো। মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। আমি তখনও জানতাম না বিমান ভেঙ্গে পড়েছে। পরে এখানে এসে জানতে পারি।’
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে এসে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে আর ওখানে অনেকগুলো মৃতদেহ পড়ে আছে।’
বিজেপি বিধায়ক দর্শনা বাঘেলা সংবাদসংস্থা এএনআইকে জানান যে, তিনি ঘটনাস্থলের কাছেই নিজের দফতরে ছিলেন।

দর্শনা বাঘেলা বলেন, ‘আমি এখানে আমার অফিসে বসেছিলাম। সেখানেই বিস্ফোরণ ঘটে। সেখানে গিয়ে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রচুর ধোঁয়া বেরচ্ছে। ডাক্তারের হোস্টেলের অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় শ্রমিকদের সহায়তায় আমরা অনেককে উদ্ধার করতে পেরেছি।’
এদিকে, এ দুর্ঘটনায় বিমানের কোনো যাত্রী বেঁচে নেই বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।’
আহমেদাবাদের পুলিশ কমিশনার বলেন, ‘আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার ফলে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও নিহত হয়েছেন। তবে হতাহতের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতে আরও সময় লাগবে।’
এমএইচটি

