শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিধ্বস্ত বিমানে কোন দেশের কত যাত্রী ছিল, জানাল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

বিধ্বস্ত বিমানে কোন দেশের কত যাত্রী ছিল, জানাল এয়ার ইন্ডিয়া
ছবি: এনডিটিভি

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ২৪২ যাত্রীসহ লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন বলে জানিয়েছে ভারতীয় এই এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।


বিজ্ঞাপন


গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

air-india2
ছবি: এপি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারায় এবং আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। এরপরই আগুন ধরে যায় পুরো উড়োজাহাজে। চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

air-india1
ছবি: বিবিসি

এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যাত্রী সংখ্যা এবং দুর্ঘটনার ভয়াবহতা বিচার করে গুরুতর হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে ২০০ জনের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, বিধ্বস্ত হওয়ার সময় আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময়ই যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

গুজরাট পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। উদ্ধার কাজ চলছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর