বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১

করোনায় এ বছর পশ্চিমবঙ্গে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

করোনায় এ বছর পশ্চিমবঙ্গে প্রথম মৃত্যু

ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও ব্যতিক্রম নয়। রাজ্যটিতে দ্রুত বাড়ছে করোনা। 

এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গে করোনায় এই বছরের প্রথম মৃত্যুর খবর সামনে এলো। পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। খবর দ্যা হিন্দুস্তান টাইমসের।


বিজ্ঞাপন


আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন করোনায় আক্রান্ত ৪৩ বছর বয়সি নারী। সোমবার (২ জুন) তার মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি আগে থেকেই ওই নারীর কিছু শারীরিক সমস্যা ছিল।

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত করোনার ভয়াবহ অভিজ্ঞতা এখনও মানুষের মনে টাটকা। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ আবার হারিয়েছেন পেশা বা ব্যবসা। স্বা

ভাবিক জীবনযাত্রা থেকে দেশের অর্থনীতি সব কিছুর উপরই কোপ পড়েছিল। শহর থেকে গ্রাম লকডাউনের আতঙ্ক তখন ছিল ঘরে ঘরে। 


বিজ্ঞাপন


তারপর পুনরায় স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। কিন্তু, করোনার সাম্প্রতিক বাড়বাড়ন্ত আবার উদ্বেগ বাড়াচ্ছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৪১ ও দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। 

সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,০২৬। মৃত্যু হয়েছে ৩৭ জনের। দিল্লির পরই করোনা সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। 

একদিনে রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। বর্তমানে রাজ্যে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২।

জানা গেছে, ওই নারী আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এক সপ্তাহ ধরে। টানা পাঁচদিন ভেন্টিলেশনে ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মৃত্যুর কারণ ছিল করোনা সংক্রমণ ও কো-মর্বিডিটি। হৃদযন্ত্র এবং কিডনির জটিল সমস্যা ছিল তার।

এই অবস্থায় করোনার সাম্প্রতিক এই পরিসংখ্যান নতুন করে চিন্তা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতা অবলম্বন করাই এখন একমাত্র উপায়। 

উপসর্গ দেখা দিলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। পাশাপাশি মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর