পাকিস্তানের ১৭ বছর বয়সি টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২ জুন) রাজধানী ইসলামাবাদের সুম্বল থানার আওতাধীন জি-১৩ সেক্টরে নিজ বাড়ি থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও সামাটিভি।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, সানাকে তার বাড়ির ভেতরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে এটি একটি অনার কিলিং (সম্মানহানির কারণে পরিবারের সদস্যরা হত্যা করা)।
চিত্রালের বাসিন্দা সানা এক জনপ্রিয় টিকটক তারকা ছিলেন। ইন্ট্রাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৫ লাখেরও বেশি। ময়নাতদন্তের জন্য তার লাশ পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করছে তবে এখনো সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, খুনের সময় সন্দেহভাজন ব্যক্তি ভিকটিমের বাড়িতে অতিথি হিসেবে থাকতে পারে।
সন্দেহভাজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে একাধিক গুলি চালায় এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
-এমএমএস