ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য কোনো চুক্তির আওতায় তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বহু আগেই ইরানকে ‘সমৃদ্ধকরণ’ থেকে থামাতে পারতেন। সম্ভাব্য চুক্তির অধীনে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো অনুমতি দেব না!
বিজ্ঞাপন
এই মন্তব্যটি আসে এমন এক সময় করেছেন, যখন মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছে, ৩০ মে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক চুক্তির প্রস্তাব ইরানকে দিয়েছে, তাতে সীমিতমাত্রায় ও স্বল্পমেয়াদে ইরানকে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
এই তথ্য যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে বিরোধপূর্ণ। কারণ, আগে তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করার পক্ষে কঠোর অবস্থান জানিয়ে ছিলেন।
ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি (যৌথ সামগ্রিক কর্মপরিকল্পনা) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।
বিজ্ঞাপন
এর পর থেকেই ইরান ধাপে ধাপে সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে দেয় এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে।
ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্য নতুন করে এই ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে।
-এমএমএস