শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

সুইডেনে স্কুলে অতর্কিত হামলা, গুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ এএম

শেয়ার করুন:

সুইডেনে স্কুলে অতর্কিত হামলা, গুলিতে নিহত ১০

সুইডেনের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহতদের মধ্যে হামলাকারীও আছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এই হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


তাৎক্ষণিকভাবে হামলাকারীবে শনাক্ত করতে পারেনি পুলিশ। একজনই এই হামলা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর চারজনের অস্ত্রোপচার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

হামলায় নিহতদের মরদেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে। পুলিশ বলছে, ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা হামলার ঘটনার পর মানুষজনকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আশপাশের স্কুলের শিক্ষার্থীদেরকেও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হচ্ছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর