মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাড়িঘর বাঁচাতে দমকল ভাড়া করছেন লস অ্যাঞ্জেলেসের ধনকুবেররা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: জুমা প্রেস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস চলমান দাবানলে গত ৮ দিন ধরে জ্বলছে। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ২৪ জন। মার্কিন ধনকুবেরদের অধিকাংশই বসবাস করেন এই লস অ্যাঞ্জেলেসে। আর সেখানে আগুনে পুড়ে ছাই হয়েছে হাজার হাজার বাড়ি। তাই নিজের প্রিয় বাড়ি বাঁচাতে অনেকেই নিয়োগ দিচ্ছেন বেসরকারি দমকলকর্মী! আর এজন্য প্রতি ঘণ্টায় গুণতে হচ্ছে দুই হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৪৪ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন এ খবর জানানো হয়।


বিজ্ঞাপন


প্রতিবেদন বলা হয়, ঘরবাড়ি বাঁচাতে বেসরকারি দমকল ভাড়া করছেন লস অ্যাঞ্জেলেসের ধনকুবেররা। বেসরকারি এই দলগুলোতেও বিশেষজ্ঞ দমকলকর্মী, অত্যাধুনিক সরঞ্জাম, অগ্নিনির্বাপক যন্ত্র এবং জলের ট্যাঙ্ক রয়েছে। ব্যক্তিগত পরিষেবার জন্য প্রতি ঘণ্টায় গুনতে হচ্ছে ২০০০ ডলার, বাংলাদেশি টাকায় ২ লাখ ৪৪ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

usa1
ছবি: গেটি ইমেইজ।

এতে আরও বলা হয়, ঘরবাড়ি এবং সম্পত্তি আগুনের হাত থেকে বাঁচাতে অনেকেই এই বেসরকারি দমকলের সাহায্য নিয়ে থাকেন। ২০১৮ সালে কিম কার্দাশিয়ান এবং কেইন ওয়েস্টও সম্পত্তি বাঁচাতে এই বেসরকারি দমকলের সাহায্য নিয়েছিলেন।

এ নিয়ে সমালোচনাও হচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুনে যেখানে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, সেখানে এই ধরনের পরিষেবা ধনী-গরিবের মধ্যে ব্যবধান দেখিয়ে দিচ্ছে।


বিজ্ঞাপন


এদিকে, দাবানলে ঘর পুড়েছে অ্যান্টনি হপকিন্‌স, প্যারিস হিলটনের মতো বহু হলিউড তারকারও। এখনও পর্যন্ত দাবানলে ১২ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ছেড়ে অন্য কোনো আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছেন অনেকে।

এই দাবানলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে অন্তত ১৩৫ বিলিয়ন ডলারের (সাড়ে ১৩ হাজার কোটি ডলার) সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub